সংবাদ শিরোনাম ::
অস্বাস্থ্যকর খাবার, আলমপুরের মধুফুলকে ২০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
সিলেটে অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বাসি মিষ্টি সামগ্রী তৈরির জন্য মধুফুলকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকর আলমপুরের মধুফুল ফুড প্রোডাক্টকে বাসি মিষ্টিকে ফ্রেশ হিসেবে সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
সিলেটে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার বলেন, মধুফুল ফুড প্রোডাক্টকে বাসি মিষ্টিকে ফ্রেশ হিসেবে সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’