আনোয়ারুজ্জামান’র সাথে সিলেট ‘ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাত
- আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট ‘ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। গতকাল (১২ ফেব্রুয়ারি) রোববার রাতে নগরীর চালিবন্দর নিজ বাসায় এই সৌজন্য সাক্ষাত করা হয়।
এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট ল’ কলেজের ছাত্র কল্যাণ পরিষদের সকল ছাত্র ছাত্রী দের উদেশ্য মনোযোগ দিয়ে লেখা পড়া করার এবং ছাত্র কল্যাণ পরিষদ, সিলেটে সুনাম অর্জন করতে পারবে, তাছাড়া তিনি আরও বলেন যে, ছাত্র কল্যাণ পরিষদের উদেশ্য বর্তমান কমিটির সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকির যেভাবে মেধা কাটিয়ে বর্তমান ছাত্র কল্যাণ পরিষদ মনোযোগ সহকারে কাজ করেছেন আমি তাহার কাজকে ধন্যবাদ জানাই।
এদিকে ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জাকারিয়া আহমদ জাকির তিনি জানান সিলেট ল কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের উদেশ্য সার্বিক কল্যাণে কলেজের শিক্ষা উন্নয়ন এর জন্য প্রয়োজনীয় কিছু উপহার গরিব ও মেধাবী অসহায় ছাত্র ছাত্রী দের পাশে দাঁড়ানো, মেধাবি ছাত্র ছাত্রী দের মাঝে বৃত্তির ব্যবস্থা করে দেওয়া, ভালো ও উন্নতমানের ক্ল্যাস রুম ও পাঠাগার তৈরি করা, আসবাব পত্রের উন্নয়ন, ছাত্রাবাস সহ চাহিদা মত নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবনের উন্নয়ন কাজ করার ইত্যাদি। তারই ধারাবাহিকতায় চলতি মাসে গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট ‘ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো: জাকারিয়া আহমদ জাকি, সাধারণ সম্পাদক রওশন আরা সুমি, সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মুর্শেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক শুকরিয়া শারমিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিমা বেগম, দপ্তর সম্পাদক শিমুল আহমদ, ছাত্রী বিষয়ক সম্পাদক দিলারা বেগম, প্রচার সম্পাদক মামুন রশিদ, সহ-প্রচার সম্পাদক এম এ কালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আছিয়া বেগম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফাতেহা বেগম, আইন বিষয়ক সম্পাদক শেখ শহিদুর রহমান, সামাজিক বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, সহ-আইন বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক লিপি বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক সিতারা বেগম, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, উন্নয়ন বিষয়ক সম্পাদক আয়েশা মনি, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, ত্রাণ বিষয়ক সম্পাক ফৌজা শান্তা, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু নাঈম, সমাজ সেবক বিষয়ক সম্পাদক রশ্মি চক্রবর্তী, সহ-সমাজ সেবক বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার লিপি, সদস্য তামান্না বেগম, মনিকা সরকার, জাহানারা বেগম, বিউটি লামিন, শিরিন আক্তার, রেফা বেগম, তান্নি বেগম, আসাদ নুর, বিশ্বজিত চক্রবর্তী, ইসরাত জাহান পান্না, তৌফিক ইসলাম, গোলাম কিবরিয়া, জামিলা বেগম প্রমুখ।
এসময় উপস্থিত সবাই আনোরুজ্জামান চৌধুরীকে আগামী সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে সব ধরণের সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন।