ওসমানীনগরে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

- আপডেট সময় : ০৩:৩৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরের শোয়ারগাঁও নামক স্থানে তামাবিল হাইওয়ে পুলিশ কর্তৃক সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে কাভার্ড ভ্যানের চাপায় স্থানীয় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ওই ব্যবসায়ীর নাম এমাদুর রহমান ওরফে এমাদ উদ্দিন (৩৫)। তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের কাউরাই গ্রামের ছুরাব আলী মাস্টারের ছেলে এবং দয়ামীর বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ। তাঁর মৃত্যুতে দয়ামীর বাজারের ব্যবসায়ীসহ সর্বমহলে শোক বিরাজ করছে।
এ ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে এক পুলিশ সদস্য আহত হন। এরপর উত্তেজিত জনতা ১ ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাসুদুল আমিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ট ১৩-৫৩৬৮) আটক করে থানায় নিয়ে যান।