সংবাদ শিরোনাম ::
গোলাপগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোলাপগঞ্জে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহত ব্যক্তি জবরুল ইসলাম সিলেটের দক্ষিণ সুরমার কুচাই দক্ষিণ পাড়া এলাকার মৃত মসবুর আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। তিনি নগরের কদমতলী পূর্বাশা মার্কেটের ব্যবসায়ী।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের হিলালপুরে সড়ক দূর্ঘটনায় তিনি প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে গোলাপগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি স্থানীয় জনতা আটকে রাখেন। পরে ট্রাক থানায় আনা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।