বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
দিরাইয়ে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০ ২৫২ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: দিরাইয়ে পানিতে ডুবে সিমি বেগম (১০) ও সিমরান বেগম (৮) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু কন্যা তেতৈয়া গ্রামের পরাস মিয়ার। নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় তারা দুই বোন। এসময় তারা পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন সিমি ও সিমরানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি পর বাড়ির পাশের পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে। এসময় স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।