দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে স্মারকলিপি

- আপডেট সময় : ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
দুর্নীতিবাজ কর্মচারীদের শাস্তির দাবী ও বকেয়া বেতন পরিশোধ এবং পুনরায় ডিউটি করার সুযোগের দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার এর বরাবরে অভিযোগ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনে নিরাপত্তা সুপারভাইজার মোঃ আনসার আলী।
৯ ফেব্রুয়ারি রবিবার সকালে আনসার আলী লিখিত অভিযোগ প্রশাসক মহোদয় এর নিকট জমা দেন। অনুরুপ অভিযোগপত্র গত ৪ ফেব্রুয়ারি সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছেও জাম দিয়েছেন।
অভিযোগ পত্রে মোঃ আনসার আলী উল্লেখ করেন, তিনি ২০১৮ সাল হতে সুনাম ও দক্ষতার সাথে সিলেট সিটি কর্পোরেশনের সুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সিলেট কর্পোরেশনের প্রধান নিরাপত্তা মনিটর জাহিদুল ইসলাম সোহেল ও প্রধান নিরাপত্তা মনিটরিং সুপারভাইজার মোঃ রুহেল মিয়া উভয়ে মিলে তাকে সিসিক হতে বরাদ্ধকৃত একটি মটর সাইকেল দেয়ার প্রস্তাব করে। মোটর সাইকেলর জামানত বাবাদ তাদের কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা জমা দিতে হবে। উক্ত টাকা জমা দিলে ১ মাসের মধ্যে মোটর সাইকেল বুঝিয়ে দেয়া হবে। সেই লক্ষ্যে গত ০৮/০৭/২০২৪ইং তারিখে লিখিত চুক্তিনামা করে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা তাদের হাতে তুলে দেন আনসার আলী।
এক মাসের মধ্যে মোটর সাইকেল দেয়া কথা থাকলেও দীর্ঘ ৫ মাস অতিক্রম হয়ে গেলেও মটর সাইকেল সমজিয়ে দেয়নি সোহেল ও রুহেল।
আনসার আলী মোটর সাইকেল না পেয়ে টাকা ফেরত চাইলে গত ২৩/০১/২৫ইং তারিখে রুহেল মিয়া তার মোবাইল ০১৭১২ ১৪২১৭৭ নাম্বার থেকে বিকাশে ১ হাজার ৫শত টাকা পাঠিয়ে দেয়। বাকী টাকার জন্য চাপ সৃষ্টি করলে তারা মামলা মোকদ্দমা দেয়া কথা বলে উল্টো হুমকী দিয়ে যাচ্ছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও সচিব এর নিকট আনসার আলীর নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে গত ০৩/০২/২০২৫ তারিখে থেকে আনসার আলীর ডিউট বন্ধ করে দিয়েছে। এছাড়াও জানুয়ারি-২০২৫ মাসের ১৮ হাজার ৬ টাকা বেতনের স্থলে তাকে দেয়া হয়েছে ১৪ হাজার ৪ শত টাকা।
বিষয়টি আনসার আলী সশরীরি উপস্থিত হয়ে গত ০২/০২/২০২৫ইং তারিখে বেলা ১১টায় সিও ও সচিব এর সাথে সাক্ষাৎ করে অবগত করেন এবং ৪ ফেব্রুয়ারি সিসিকে প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে এখন পর্যন্ত কোন প্রতিকার না পেয়ে আনসার আলী পুনরায় প্রশাসক মহোদয় বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
মানবিক দিক বিবেচনা করে বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আনসার আলীর পাওনা বকেয়া বেতন ও পুনরায় ডিউটির করার সুযোগ দান এবং তার সাথে প্রতারণকারী জাহিদুল ইসলাম সোহেল ও মোঃ রুহেল মিয়া নিকট থেকে টাকা উদ্ধার করে তাদেরকে শাস্তির আওতায় আনার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি