বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বানিয়াচংয়ে খাগাউড়া গ্রামে ভাতিজার দায়ের কোপে চাচার মৃত্যু হয়েছে। নিহত ওই চাচার নাম মোশারফ হোসেন (৪০) । তিনি উপজেলার ৮নং কুর্শা খাগাউড়া ইউনিয়নের খাগাউড়া গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।
শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোশারফ হোসেনের সাথে মাটিকাটা নিয়ে ভাতিজা শাহিন মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তারা একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ মিয়াকে দা’ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে জানান, এ ঘটনায় ভাতিজা শাহিন মিয়াকে আটক করেছে পুলিশ।