শাল্লায় ৮ লক্ষ টাকার কারেন্ট জাল জাল পুড়িয়েছে প্রশাসন

- আপডেট সময় : ০৫:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের হাওরে মাছ বৃদ্ধির কথা চিন্তা করে ও বিভিন্ন জাতের মাছ নিধন রোধকল্পে মৎস্য সংরক্ষণের আওতায় প্রায় ৮ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারস্থ কলেজ রোডের গোবিন্দ কুমার দাসের (গঙ্গাধর) একটি গুদাম থেকে প্রায় ৮ লক্ষ টাকার অবৈধ ‘কারেন্ট জাল’ জব্দ করে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে সেগুলো পোড়ানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের নির্দেশনায় অবৈধ ‘কারেন্ট জাল’ জব্দ অভিযানে সাথে ছিলেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, এসআই জসিম উদ্দিনসহ পুলিশের একটি টিম।
এদিকে যে ঘর থেকে অবৈধ ‘কারেন্ট জাল’ জব্দ করা হয়েছে নিউজটি লেখা পর্যন্ত এই দোকানটি বন্ধ থাকতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, হাওর অধিষ্ঠিত এই উপজেলায় হাওরের মাছ ধ্বংসের অন্যতম হাতিয়ার এই ‘কারেন্ট জাল’। বিভিন্ন জাতের মাছ নিধন রোধকল্পে মৎস্য সংরক্ষণের আওতায় অবৈধ ‘কারেন্ট জাল’ জব্দ করে সেগুলো পোড়ানো হয়েছে।