সিকান্দার ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ অসহায় মানুষকে সাহায্য করা বিত্তবানদের ঈমানী দায়িত্ব – হাবিবুর রহমান হাবিব এমপি
- আপডেট সময় : ০৪:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, অসহায় মানুষকে সাহায্য করা ঈমানী দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সব সময় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনেক অসহায় মানুষ আছেন, কিন্তু লোকলজ্জায় কাউকে বলতে পারেনা। বিত্তবানদের উচিত তাদের খোজে বের করে সকল ধরনের সহযোগিতা করা। আল্লাহ সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন, তাই বিত্তবানদের পরীক্ষায় উর্ত্তীণ হয়ে আখিরাতের পথ সহজ করার আহবান জানান তিনি।
হাবিবুর রহমান হাবিব এমপি গতকাল ৬ ফেব্রæয়ারী রবিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সিকান্দার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাঁদর, শাড়ী, লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিকান্দার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে ও সমাজকর্মী আব্দুুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান স্বপন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিন মঈন, আশরাফ আলী ছানা, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফায়েক আহমদ শিপু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ, ফ্রান্স প্রবাসী আলী আহমদ জুবের, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন রুনু, রেঙ্গা-হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাংবাদিক ফয়ছল আহমদ মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা বদরুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, মতিউর রহমান মতি, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত চন্দ্র দাস, যুবলীগ নেতা সুহেল আহমদ কর্নেল, ছানু মিয়া, সমাজসেবা গৌছ আলী, আবুল কালাম, মাহবুবুর রহমান নেছার, মঈনুদ্দিন, সাইদুর রহমান প্রমুখ।