স্ত্রীর চেয়ে প্রেমিকা থাকাই শ্রেয় : শাকিরা
- আপডেট সময় : ০৮:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: কলম্বিয়ান পপ তারকা শাকিরা জানিয়েছেন, তার দীর্ঘদিনের প্রেমিক ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কোনো তাড়া নেই তার। কেননা, এই বার্সা তারকার প্রেমিকা হয়েই থেকে যেতে চান তিনি।
শাকিরা-পিকের সম্পর্ক ও একসঙ্গে জীবনযাপন ২০১১ সাল থেকে। দুই সন্তানের জনক-জননীও তারা।
সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘হিপস ডোন্ট লাই’ তারকার কাছে জানতে চাওয়া হয়েছিল, বিয়ের কথা ভাবছেন কি না। জবাবে স্পষ্ট জানিয়ে দেন, স্ত্রী হওয়ার চেয়ে প্রেমিকা হয়ে থাকাই তার কাছে শ্রেয়।
‘আমরা বিয়ে করিনি। সত্যি কথা বলতে, বিয়ে জিনিসটাই ভয় পাই। নিজেকে তার কাছে স্ত্রী রূপে দেখাতে চাই না। বরং সে আমাকে সারাজীবন প্রেমিকা হিসেবেই দেখুক,’ বলেন শাকিরা।’এ খানিকটা নিষিদ্ধ ফলের মতো, তাই না? আমি তার পায়ে পায়ে থাকতে চাই। চাই সে ভাবুক, আচার-আচরণের ওপর নির্ভর করে যেকোনো কিছুই হতে পারে।’
সূত্র: কভার মিডিয়া