হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে জেলে নিঁখোজ

- আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ ১৭৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের আজমিরীগঞ্জের সদর ইউনিয়নের কোদালিয়ার নদীর সজনীখাল অংশে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই জেলের নাম ধীরেন্দ্র দাস (৪০)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর দুইটায় কোদালিয়া নদীর সজনীখাল অংশে নদীর নীচ থেকে জাল তুলতে গিয়ে নদীতে নিখোঁজ হন তিনি । তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলালপুরের নীলচাঁন দাসের পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুর দুইটায় কোদালিয়া নদীর সজনীখাল অংশে ধীরেন্দ্র দাস সহ ছয়জন জেলে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল তুলতে গিয়ে দেখেন জাল নদীর তলদেশে আটকে আটকে আছে।
ধীরেন্দ্র দাস নদীর তলদেশ থেকে জাল খুলে আনতে নদীতে ডুব দেন। দীর্ঘ সময় পার হয়ে যাবার পরও নদীর তলদেশ থেকে ধীরেন্দ্র দাস উটে না আসায় তার সহযোগীরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন । বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর সন্ধ্যা পর্যন্ত তিন দফা নদীতে জাল ফেলেও ধীরেন্দ্র দাসের কোন সন্ধান পাওয়া যায়নি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, এখন পর্যন্ত লাশ উদ্ধার করা সম্ভব হয়নি, ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা সকলে আসলে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে৷