আখালিয়ায় অনাকাঙ্খিত ঘটনায় প্রাইভেট স্কুল এসোসিয়েশন সিলেটের প্রতিক্রিয়া
- আপডেট সময় : ০৬:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
গত ৬ আগষ্ট নগরীর আখালিয়া এলাকায় সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজে সংগঠিত অনাকাঙ্খিত ঘটনার জন্য প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে এক বিবৃতি প্রদান করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বিবৃতিতে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শিশির রঞ্জন সরকার বলেন, এই অনাকাঙ্খিত ঘটনার জন্য অত্যন্ত মর্মাহত। আমাদের জানামতে সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান নূরুর রহমান অত্যন্ত খোদাভীরু, দ্বীনদার, সমাজসেবী, শিক্ষানুরাগী এবং সুন্দর মনের মানুষ।
আমাদের জানামতে তিনি ভোরে ফজরের নামাজের মধ্য দিয়ে দিন শুরু করেন সারাদিনের চিন্তা চেতনায় থাকে মানব হিতৈষী মনোভাব। ফ্রি ফ্রাইডে চিকিৎসা সেবা, বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহযোগিতা, গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান সর্বোপরি সমাজসেবামূলক কাজে নিবেদিত প্রাণ। তাই আমরা আশা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সক্ষম হবে।