আগামীকাল থেকে উড়োজাহাজে যাত্রী বসার ক্ষেত্রে বিধিনিষেধ নেই
- আপডেট সময় : ০৬:০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আগামীকাল রোববার থেকে দেশের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে উড়োজাহাজে যাত্রী বসার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘অভ্যন্তরীণ রুটে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে এবং দেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হওয়ায় যাত্রীদের বসার ব্যবস্থা নিয়ন্ত্রণে বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’তবে অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল সংস্থাগুলোকে কোভিড-১৯ সন্দেহভাজন যাত্রীদের জন্য যে কোনও একদিকের কমপক্ষে এক সারি ইকোনমি ক্লাস ও এক সারি বিজনেস ক্লাস ফাঁকা রাখতে বলা হয়েছে, তিনি জানান।তিনি আরও বলেন, ‘বিদ্যমান স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ছাড়াও, অপারেটররা তিন আসনের সিটের মাঝের যাত্রীকে এবং দুই আসনের সিটে বাইরের যাত্রীকে ফেসগার্ড দেবে।’
এ ছাড়াও, যে কোনো যাত্রী ব্যক্তিগত সুরক্ষার জন্য ফেসগার্ড চাইলে তাদেরকে সরবরাহ করার কথা বলা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সব এয়ারলাইনসকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ফ্লাইটে কমপক্ষে ২৫ শতাংশ আসন ফাঁকা রাখার নির্দেশনা দিয়েছিল বেবিচক। দুই যাত্রীর মধ্যে একটি সিট ফাঁকা রাখতে বলা হয়েছিল