আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে সিরাতুল মুস্তাকীম কনফারেন্স
- আপডেট সময় : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
সিলেট নগরীর কুমারপাড়াস্থ আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্দ্যোগে আয়োজিত দুই দিনব্যাপি পঞ্চম সিরাতুল মুস্তাকীম সম্মেলন আগামীকাল শুক্রবার দুপুর ২টা হতে শুরু হবে।
প্রতিবারের ন্যায় এবারো দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা হতে ধর্মপ্রান মুসল্লিগণ এ সম্মেলনে অংশ নিবেন মর্মে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সম্মেলন কর্তৃপক্ষ।
মুহতারাম আব্দুছ ছবুর চৌধুরীর পরিচালনার অনুষ্ঠিত এ কনফারেন্স প্রথমদিন শুক্রবার আলোচনা পেশ করবেন সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক প্রফেসর শায়েখ ডক্টর যায়েদ মুহাম্মদ গানেম আল-জুহানি, জাতীয় বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইমাম হোসাইন, ডক্টর মুহাম্মদ শহিদুল্লাহ খান মাদানী, শায়েখ আমানুল্লাহ বিন ইসমাঈল মাদানী ও বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ মাহমুদ বিন কাশেম।
দ্বিতীয়দিন শনিবার আলোচনায় অংশ নিবেন এন টিভির আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের স্কলার ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া, ঐতিহ্যবাহী জামেয়া সালাফিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ সাইফুদ্দীন বেলাল মাদানী, উম্মুল ক্বোরা মাদরাসার প্রিন্সিপাল শায়েখ মুহাম্মদ রশিদ, আল-কাইয়ূম ইসলামিয়া মাদরাসার পরিচালক শায়েখ জুবের আহমদ খাঁন, মুহাদ্দিস শায়েখ মনিরুদ্দীন আহমদ প্রমূখ।
প্রতিদিন দুপুর ২টা হতে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত এ কনফারেন্সে মহিলাদের পৃথক বসা ও নামাজের ব্যবস্থা থাকবে, থাকবে বিভিন্ন প্রকাশনীর বই ও সুন্নাহ আইটেমের স্টল সমূহ।