বিজ্ঞাপন ::
বিজ্ঞপ্তিঃ ::
আর.ডি. এফ এর পক্ষ থেকে চা বাগানে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে
রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবালের উদ্যোগে সিলেটের খাদিম নগরে বরজান চা বাগানের শীতার্ত চা শ্রমিকদের মাঝে প্রায় দুইশত কম্বল বিতরণ করা হয়েছে। বরজান চা বাগানের অফিস আঙ্গিনায় দুইশত পুরুষ ও নারী শ্রমিকের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবালের বাংলাদেশের প্রতিনিধি জুহের আহমেদ চৌধুরী, প্রত্যাশা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাইদুল ইসলাম সোহেল, বরজান চা বাগান সভাপতি রতিলাল নায়েক স্বেচ্ছাসেবক হানিফ আহমদ, রুহেল, হেলাল আহমেদ প্রমুখ। কয়েকদিন ধরে প্রচণ্ড শীতে কাঁতর দরিদ্র চা শ্রমিকরা এ কম্বল পেয়ে দারুণ খুশী।