ইনাতগঞ্জ কসবা গ্রামে ইয়াবার ছড়াছড়ি। নিরব পুলিশ ফাড়ি

- আপডেট সময় : ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টার_মাহফুজ আহমেদ নবীগঞ্জঃ ইনাতগঞ্জ কসবা গ্রামের একাধিক মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত হাসান (৩৫) ও লিটু মিয়া (৩৪) পিতা-আকলি স্থানীয় সূত্রে জানা যায় সাহান ও লিটু মিয়া দীর্ঘ দিন যাবত এলাকার সামাজিক সালিশ বিচারকের নিষেধাজ্ঞা তোয়াক্কা করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন,সারা পৃথিবীতে তরুন প্রজন্মের জন্য ক্ষতিকর বিষয়গুলো নিয়ে একটি তালিকা বানাতে গেলে মাদকাসক্তি বোধ হয় সবার উপরের দিকেই থাকবে। মাদকের ক্ষতিকর প্রভাব এত বেশি যে জাতিসংঘ ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পুরো একটি দশককে মাদক বিরোধী দশক হিসাবে ঘোষনা করে। ২৬ জুনকে ঘোষনা করে মাদক বিরোধী দিবস হিসেবে। স্থানীয় লোকজন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িকে জানালে ওনারা কোন ব্যবস্থা নেন নাই বলে জানা যায়। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন ও হবিগঞ্জ মাদক অধিদপ্তর মহাপরিচালক এর দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।