ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক, গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহবান
- আপডেট সময় : ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিতে সিলেটের একতৃতীয়াংশ তলিয়ে গেছে। মানুষের ভোগান্তি পৌঁছে গেছে চরম সীমায়। কিন্তু, প্রবাসীদের জন্য স্বস্তির সংবাদ হল সিলেটের ওসমানী বিমান বন্দর এখনো সচল। সর্বশেষ খবর অনুযায়ী এখনো বিমানবন্দরে ফ্লাইট উঠানাম করছে।
এই সুযোগে একদল মানুষ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নামে গুজব ছড়ানো শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে কিছু ভিডিও ও ছবি শেয়ার করা শুরু করেন। বলা হয় ভিডিও বা ছবিগুলো আজ মঙ্গলবারের। এ নিয়ে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের আতংকিত হতে দেখা যায়।
মূলত, যে ভিডিওগুলো শেয়ার করা হয়েছে তা ২০২২ সালের বন্যার। একাধিক পোস্ট দাতাদের জিজ্ঞেস করার পর তারা এ নিজে ছবি তুলেছেন বা ভিডিও করেছেন এমন স্বীকারোক্তি দেন নি। তারা বলছেন, ছবি বা ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত।
এ বিষয়ে জানতে চাইলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ আজকের সিলেটকে বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। যে ভিডিও বা ছবিগুলো শেয়ার করা হচ্ছে তা এ বছরের নয়। আমাদের সাথে কথা না বলে এমন গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহবান রইলো।