ওসমানীনগরে দুই সন্তানের পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগর উপজেলাধীন এলাকায় দুই সন্তানের পিতা আলী আকবর (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের উত্তর মজলিসপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২ টার দিকে তার বসত ঘরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।
জানা যায়, আকবর আলী প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন লাভলী বেগমকে। অভাব অনটনের মধ্যে দিয়ে চলছিল তাদের সংসার। তার রয়েছে দুই শিশু পুত্র সন্তান। এরই মধ্যে আকবর অন্য এক মেয়েকে বিয়ে করার প্রস্তুতি নেন। স্ত্রী লাভলী বেগম তাতে বাঁধা দিলে তাকে মারধর করে। আত্মহত্যার ঘটনার আগের দিন লাভলীকে মারধর করলে স্থানীয়রা তাকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেন।
এদিকে আকবর আলী যাকে বিয়ে করতে চায় সে অন্য এক ছেলের সাথে পালিয়ে যায়। এমন খবর আকবরের কাছে আসলে রবিবার অনুমান দুপুরের দিকে তিনি আত্মহত্যা করেন বলে জানান স্ত্রী লাভলী বেগম। তার আত্মীয়রা বেলা আড়াইটার দিকে তারা আকবরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের এবং ইউপি সদস্য খালেদ আহমদ খুকুকে খবর দেন। পরে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আকবরের স্ত্রী লাভলী বেগম বলেন, ‘আমার স্বামীর সাথে একটি মেয়ে প্রেম করে। এবং ঐ মেয়েকে বিয়ে করতে চাইলে আমি বাধা দেই। এ কারণে সে আমাকে মারধর করতো। ঘটনার আগের দিন আমাকে মারধর করলে আমি আমার পিত্রালয়ে চলে যাই। কিন্তু আমার স্বামী যে মেয়েকে বিয়ে করতে চায় সে মেয়েও অন্য এক ছেলের সাথে পালিয়ে যায়। এমন খবর পেলে সে আত্মহত্যা করে। আমি ওই মেয়ের বিচার চাই। যে আমার স্বামীর সাথে প্রেম করে এমন নির্মম ঘটনার দিকে নিয়ে যায়।’
এ ব্যাপারে এসআই সুবিনয় বৈদ্য বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসি।’
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম মাঈনুদ্দীন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশের ময়না তদন্ত পরে বিস্তারিত জানা যাবে।’