কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত।
নিজস্ব প্রতিবেদক
আজ ২২ মার্চ (শুক্রবার) বিশ্ব পানি দিবস। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি হাতে পালন করা হয়েছে। এছাড়া পরিবেশবাদী সংগঠনগুলো পানি দিবস নিয়ে বিভিন্ন কর্মসূচি ও সেমিনার করেছে । এবারের পানি দিবসের প্রতিপাদ্য ‘ওয়াটার ফর পিস’ বা ‘শান্তির জন্য পানি’ । জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’।মূলত পানির গুরুত্বকে তুলে ধরতেই এই দিবস । এরই ধারাবাহিকতায় কক্সবাজারে ‘ওয়াটার ফর পিস’ বা ‘শান্তির জন্য পানি’ এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারে পানি দিবস-২০২৪ উপলক্ষ্যে সুপেয় পানি ও পানি লবনাক্ততা দূরীকরণ দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র নেতৃবৃন্দরা । ২২ মার্চ (শুক্রবার ) বিকাল ৪ ঘটিকায় কক্সবাজার পৌরসভার মল্লিক পাড়ার সামরাই খাল সংলগ্ন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), ওটারকিপার্স বাংলাদেশ ও গ্রীন কক্সবাজার এর যৌথ উদ্যােগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মানববন্ধন ও আলোচনা সভায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী’ সভাপতিত্ব বক্তব্য রাখেন । আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর যুগ্ন আহবায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন,বীর মুক্তিযোদ্ধা সমীরন পাল । যুগ্ন আহবায়ক তোহিদ বেলাল,ধরা,কক্সবাজার, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল,বাংলাদেশ নদী পরিব্রাজক দল,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন,রাজেন্দ্র মল্লিক,আপন মল্লিক। এলাকা বাসীর পক্ষে বক্তব্য রাখেন জসিম উদ্দিন । আরো উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক মোহাম্মাদ আমিন উল্লাহ আমিন, ধরা,কক্সবাজার,শামশুল আলম শ্রাবণ, যুগ্ন সদস্য সচিব ধরা কক্সবাজার জেলা,সদর আহবায়ক মো: হাসান,সত্তার,মহিলা সদস্য ধরা,উম্মে আলেয়া সুলতানা মুক্তা,কক্সবাজার । এসময় বক্তারা বলেন,এই সামরাই খাল দখলের ফলে এখানে খাল হারিয়েছে তার চির চেনা রুপ । অবৈধভাবে পরিবেশবাদী নেতারা,জনপ্রতিনিধিরা,এবং স্থানীয় শত শত প্রভাবশালীরা সামরাই খাল দখল করে নানা ভাবে অবৈধ স্থাপনা নির্মাণ করে খাল ভরাট হয়েছে। ফলে এখানে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট । অনতিবিলম্বে এই খাল খনন করে পরিকল্পিত ভাবে এখানে পানির ব্যবস্থা করার জোড় দাবী জানানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট । এবং এই মানববন্ধনে এলাকাবাসীর একত্বতা ঘোষনা স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধনে যোগ দেয়ায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী’ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পরিশেষে স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ করেন ।