“কমিউনিটি ক্লিনিকগুলোকে সচল রাখতে সরকারে পাশাপাশি সমাজ সচেতন প্রত্যেকের সহযোগিতার হাত প্রসারিত করা উচিত” বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম
- আপডেট সময় : ০১:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ২২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম বলেছেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষসহ নিন্ম আয়ের সাধারণ জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার প্রতিটি ইউনিয়নে একাধিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। আর এটা বঙ্গবন্ধু তনয়া, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন। আমার জানামতে কমিউনিটি ক্লিনিকগুলোর অগ্রগতি বা সেবা প্রদানের বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী তদারকি করে থাকেন। এর ফলে দেশের সাধারণ, দরিদ্র ও নিরন্ন মানুষগুলো অন্ততঃ ন্যূনতম চিকিৎসা সুবিধা পাচ্ছে। তাই কমিউনিটি ক্লিনিকগুলোর উন্নয়ন এবং এর কার্যক্রম চলমান রাখতে সরকারের পাশাপাশি দল-মত নির্বিশেষে সমাজ সচেতন প্রত্যেকের সহযোগিতার হাত প্রসারিত করা উচিত।
গত (১৫ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াই কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কমিউনিটি গ্রূপ সভাপতি, ইউপি সদস্য এনাম উদ্দিনের সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতালী চক্রবর্তীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি গ্রূপের অর্থ সম্পাদক, দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেট’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য, কমিউনিটি সাপোর্ট গ্রূপ ১-এর আহবায়ক মোঃ মতিউর রহমান ও লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি, কমিউনিটি সাপোর্ট গ্রূপ ২-এর আহবায়ক শিল্পপতি গোলাম হাদী ছয়ফুল। আমন্ত্রিত অতিথি ছিলেন গ্রূপ ১-এর যুগ্মআহবায়ক নজমুল ইসলাম খসরু ও রূপল মাহমুদ, সদস্য আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা রণলাল দাশ সুরেশ, বাছিত আহমদ, শামীমা আক্তার শাম্মী, মুক্তার হোসেন সাজন, গ্রূপ ২-এর যুগ্ম আহবায়ক আলী আহমদ খান ও আক্কাছ উদ্দিন আক্কাই, সদস্য আব্দুস সালাম গয়াস, সায়েম আহমদ, সাবিহা মাহমুদ লীনা, সাকি কাওছার, গ্রূপ ৩-এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুস ছত্তার ও মোহাম্মদ সেলিম আহমদ, সদস্য হাফিজুর রহমান মুক্তা, শাহেদ খান স্বপন, শৈলেন কুমার কর, সায়মা বেগম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা দীর্ঘ প্রায় ২০ বছর পূর্বে কমিউনিটি ক্লিনিক স্থাপন হলেও এখনও পর্যন্ত পানি, বিদ্যুৎ, তোরণ ও নিরাপত্তা বেস্টনী না থাকায় উষ্মা প্রকাশ করেন। তারা বলেন, ‘সরকারিভাবে না হউক, জনস্বার্থে আমাদের এলাকাবাসীর সহযোগিতা চাইলেও আমরা এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিতে পারতাম।’ এর পরিপ্রেক্ষিতে কমিউনিটি ক্লিনিকের ভ‚মিদাতা আলহাজ্ব বুরহান উদ্দিন আহমদের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ সমাজসেবী শরীফ উদ্দিন আহমদ বিদ্যুৎ সংযোগের জন্য ৫ হাজার টাকার অনুদান, আলহাজ্ব মোঃ সাইফুল আলম ডিপটিউবওয়েল স্থাপনের মাধ্যমে পানির ব্যবস্থাতকরণ এবং লোহার গেইটসহ তোরণ নির্মাণ, শিল্পপতি গোলাম হাদী ছয়ফুল নিরাপত্তা রক্ষার্থে সীমানা প্রাচীরের উপর কাঁটাতারের বেড়া এবং ক্লিনিক ভবন চুনকাম করে দেয়া, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোহাম্মদ সেলিম আহমদ উপকরণ ক্রয়ের নিমিত্বে নগদ ৫ হাজার টাকা, জেলা পরিষদ সদস্য মোঃ মতিউর রহমান আর্থিক সহযোগিতা, বিশিষ্ট সমাজসেবী নজমুল ইসলাম খসরু উন্নতমানের একটি পানির ফিল্টার এবং ভ‚মি দাতার ছোটভাই, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী আক্কাছ উদ্দিন আক্কাই সাময়িকভাবে পানি সরবরাহের ব্যবস্থা করে দেয়ার প্রতিশ্রতি প্রদান করেন।
এর আগে অনুষ্ঠিত হয় কমিউনিটি সাপোর্ট গ্রূপ সমুহের সংক্ষিপ্ত প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আতিকুর রহমান।