“ঘাতকরা জাতির জনককে হত্যা করলেও তাঁর আদর্শকে মুছে দিতে পারেনি” হাবিবুর রহমান হাবিব
- আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ৫৬ বার পড়া হয়েছে
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শারীরিকভাবে হত্যা করলেও এই মহান নেতার আদর্শকে মুছে দিতে পারেনি। আমাদের মত মুজিব সৈনিকরা সফল প্রধানমন্ত্রী, অদম্য সাহসী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গঠনে অঙ্গীকারাবদ্ধ।
হাবিবুর রহমান হাবিব গতকাল (১৫ আগস্ট) রোববার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজী মোঃ রইছ আলী, উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক, জেলা পরিষদ সদস্য মোঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তাহসীন আহমদ দীপু, জামাল উদ্দিন, খিজির খান, আনোয়ার হোসেন, আবুল হোসেন, মাশুক আহমদ, আতিকুর রহমান, আখতার হোসেন, আব্দুল হাই, ফারুক আহমদ, সেলিম আহমদ মেম্বার, আতিকুর রহমান, আতিকুল হক, আব্দুল জব্বার, নুরুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, উপজেলা যুবলীগ আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা মকবুল হোসেন, রাসেল আহমদ, সেবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল ইসলাম দলা প্রমুখ।
এদিকে এ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এসএমপি’র দক্ষিণ সুরমা থানা, মোগলাবাজার থানা, বীর মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
জাহাঙ্গীর আলম মুসিক
তারিখঃ ১৫.০৯.২১