ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৪
- আপডেট সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ ব্যক্তি আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ শনিবার বিকেলে ছাতক থানা দোলারবাজার ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে।
পূর্ব বসন্তপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছুরত মিয়া গংদের অতর্কিত হামলায় গুরুতর আহত ফারুক আলী, আঙ্গুর আলী, ইলিয়াছ আলী ও মাসুক মিয়া-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওইদিন রাতেই পূর্ব বসন্তপুর গ্রামের বাসিন্দা মৃত মোবারক আলীর ছেলে মাসুক মিয়া বাদি হয়ে একই গ্রামের মৃত আফতাব আলী ছেলে প্রবাসী ছুরত আলী (৪৮) সহ তার সহযোগী আখলুছ মিয়া (৬০), ফারুক আহমদ (৩৮), সেফু মিয়া (২৬) ও লেবু মিয়া (২০) গংদের আসামী করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কাজে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে আসেন পূর্ব বসন্তপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে ছুরত আলী। শনিবার সকালে তারিফ আলী গংদের জমি দখল করতে গেলে মাসুক মিয়া বাধা দেয়। এতে ছুরত আলী ক্ষিত হয়ে উঠে।
বিকালে ছুরত আলী তার ভাই মৃত মখলিছ আলী ছেলে আব্দুল বাছিত লিটন, আখলুছ মিয়া, ফারুক আহমদ, সেফু মিয়া, লেবু মিয়া গংদের সাথে নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে তারিফ আলী, মাসুক আলী, ফারুক মিয়া, আঙ্গুর মিয়া ও ইলিয়াছ আলীর উপর দেশী ধারালো অস্ত্র ও লঠি নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় ফারুক আলী, আঙ্গুর আলী, ইলিয়াছ আলী ও মাসুক মিয়া গুরুতর আহত হন। আহতের আত্মচিৎকার শোনে প্রতিবেশিরা এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বতর্মানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
প্রবাসী ছুরত আলী দীর্ঘ দিন ধরে তারিফ আলী গংদের মৌরসী ৬০ শতক জমি দখলের পয়তারা করে আসছে। তারই সূত্র ধরে শনিবার উক্ত জমি জোর পূর্বক জবর-দখলের চেষ্টা করে ছুরত আলী গং। প্রবাসী ছুরত আলী বিগত ১০/১২ বছর যাবত বিভিন্ন সময় দেশে এসে বিভিন্ন জনের জমি দখলের চেষ্টা করেছে। তার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে।
জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলাশ চন্দ্র বলেন, খবর পেয়ে একদল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার ওসি লিখিত অভিযোগ দায়েরর কথা স্বীকার করেছেন।