ছাত্রদল নেতা মিজানুর রহমান ফরহাদের পিতার দোকানে ছাত্রলীগ ক্যাডারদের হামলা ও লুটপাট

- আপডেট সময় : ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান ফরহাদের পিতার দোকানে বাংলাদেশ ছাত্রলীগ ক্যাডার কর্তৃক হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ৬ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ মিজানুর রহমান ফরহাদের পিতার মালিকানাধীন ‘বিসমিল্লাহ স্টোরে’ এই হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে।
মিজানুর রহমান ফরহাদের পিতা জানান, ফরহাদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএপির রাজনীতি করে আসছে। বর্তমানে সে যুক্তরাজ্যে বসবাস করছে। যুক্তরাজ্য থেকেও সে জাতীয়তাবাদী দল বিএপির রাজনীতির সাথে সক্রিয় রয়েছে। রাজনৈতিক সভাবেশ ও মিছিলে সে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মত প্রকাশ করে। এরই জের ধরে গত ৬ জুলাই তাকে না পেয়ে আমার চন্ডিপুলস্থ বিসমিল্লাহ স্টোরে হামলা, ভাংচুর ও লুটপাট করে বাংলাদেশ ছাত্রলীগের ক্যাডাররা।
বিএনপির স্থানীয় নেতাকর্মীর কাছ থেকে জানা যায়, ওইদিন রাতে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সহ সভাপতি রাফায়েত হোসেন লিপু, সহ সভাপতি রুমেল আহমদ, প্রচার সম্পাদক কামরান আহমদের বাসা-বাড়ি ও দোকানে অতর্কিত হামলা চালায় বাংলাদেশ ছাত্রলীগের ক্যাডাররা
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান ফরহাদের পিতার চন্ডিপুলস্থ দোকান ‘বিসমিল্লাহ স্টোরে’ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার খবর পেয়েছি।
এছাড়াও ওই দিন রাতে রাফায়েত হোসেন লিপু, রুমেল আহমদ, কামরান আহমদ নামে ছাত্রদলের আরো ৩ নেতার বাসা-বাড়িতে হামলা ও লুটপাটের খবর পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি আরো জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। বিস্তারিত তদন্ত করে আপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।