জয়পুরহাটে আগাম জাতের আলু তোলায় ব্যস্ত কৃষক
- আপডেট সময় : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৪ বার পড়া হয়েছে
মোঃ রুহুল আমিন পারভেজ
জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাটে আগাম জাতের আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জেলায় এ বছর ৪৩ হাজার ২৩০ হেক্টর জমিতে আলু রোপন করা হয়েছে। এরই মাঝে এ আর মালিক সিড এর আগাম জাত এলুয়েট আলু চাষাবাদে দারুন লাভবান হচ্ছেন কৃষকরা। উৎপাদন খরচ একদমই কম, নাবীধ্বসা প্রতিরোধী এই জাতে ছত্রাকনাশক স্প্রে করতে হয় না বলে অত্যন্ত লাভজনক এলুয়েট আলু ইতোমধ্যেই বিভিন্ন মাঠে তুলতে শুরু করেছে কৃষকরা। সামান্য পরিমাণ সার প্রয়োগ করে মাত্র ৫০-৬০ দিনের মধ্যেই প্রতি বিঘায় আলু পাওযা যাচ্ছে ৬৬-৮২ মন। আজ দুপুরে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ মাঠে নতুন আলু উৎসবে এ আর মালিক সিড’র এরিয়া ম্যানেজার মুসা আহম্মেদ ও টেরিটরি সেল্স অফিসার মোস্তান্জির বিল্লাহ খানসহ কোম্পানীর প্রতিনিধিরা কৃষকদের সাথে এক মতবিনিময় করেন। এ সময় এলুয়েট জাতের আলু চাষীরা সন্তোস প্রকাশ করেছেন।