দক্ষিণ সুরমায় এশিয়া ফাউন্ডেশন ও আইডিয়া’র কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ ৬০ বার পড়া হয়েছে
এশিয়া ফাউন্ডেশন ও আইডিয়ার যৌথ উদ্যোগে দক্ষিণ সুরমা পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইডিয়ার পিস প্রকল্পের আক্সপির স্থানীয় সমস্যা ও আইন শৃঙ্খলা এবং কমিউনিটি পুলিশ ফোরামের উপর একটি কর্মশালা ৮ সেপ্টেম্বর বুধবার দক্ষিণ সুরমার পিরিজপুরস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা থানা এসি মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ও আইডিয়ার চীফ প্রজেক্ট কো- অডিনেটর সুদ্রীপ্ত চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ আক্তার হোসেন, কামাল বাজার ফাঁিড়র আইসি-এসআই সাইদুর রহমান, এশিয়া ফাউন্ডেশন এর প্রোগ্রামার অফিসার মোঃ হামিদুল হক, এএসআই শিপলু,এএসআই যতন। স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার ট্রেনিং প্রোগ্রামার অফিসার প্রিয়া সেম দূর্ভা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আইডিয়ার দক্ষিণ সুরমা উপজেলার সমন্বয়কারী উজ্জল দেব, সাংবাদিক খালেদ আহমদ, বরইকান্দি ইউ/পি সদস্য এহসানুল হক সানু, মোঃ জাবেদ আহমদ, আইনজীবি শাহিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ কামাল উদ্দিন, পুলিশ সদস্য গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন রাসেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সারোয়ার আলম মিথুন, যুবলীগনেতা নুরুল ইসলাম, শিপলু আহমদ, লিটন আহমদ, ফারহান আহমদ, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদিন ইমন প্রমুখ।