সংবাদ শিরোনাম ::
দেশে করোনার ইতিহাসে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু
প্রতিনিধির নামঃ
- আপডেট সময় : ০৩:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ৬৩ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদশে ১৫৩ জনের মৃত্যুর হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জন।
আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শনিবার করোনায় ১৩৪ জনের মৃত্যু হয়। শনাক্ত ৬ হাজার ২১৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন।