দোয়ারাবাজারে নসকস এর উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা উৎযাপন ও বার্ষিক সাধারন সভা
- আপডেট সময় : ০৬:২৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ৫২ বার পড়া হয়েছে
সোহেল মিয়া: ২১ (ফেব্রুয়ারি) আন্তজার্তিক মাতৃভাষা দিবস উৎযাপন ও বার্ষিক সাধারন সভার আয়োজন করেন, দোয়ারাবাজারের ২ নং নরসিংপুর ইউনিয়নের সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস), গতকাল সন্ধায় (নসকস) এর কেন্দ্রীয় অফিসে সভা অনুষ্টিত হয়। সভায় ( নসকস) এর সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক হাসান আলী ও সহ-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনে’র যৌত পরিচালায় – সংগঠনের সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন (নসকস) এর উপদেষ্টা খলিলুর রহমান, সিলেট জেলা বারের আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম, রফিকুর রহমান, সিনিয়র সদস্য মাস্টার রুহুল আমিন, নির্বাহি সদস্য মাষ্টার রফিকুল ইসলাম, সদস্য মাও, সাইফুর রহমান, মাষ্টার আঃশহিদ, মোঃ তেরাব আলী, গোলাম সামদানী সুমন, শামিম আহমদ, মুহিবুর রহমান, সোহেল মিয়া, আল-আমিন, রেদওয়ানুর রহমানসহ নবিন ও প্রবীন সদস্যগন।
এসময় উপস্তিত সবাই বলেন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) একটি আদর্শের নাম, এটি একটি ঐতিয্যবাহী সংগঠন। নসকসে’র সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রতিবছরের (জানুয়ারি) প্রথম সপ্তাহে সংগঠনের ভোটারদের একান্ত ভোটে একবছরের জন্য কার্যকারি কমিটি নির্বাচিত করা হয়। এবছর করোনা মহামারির কারনে হাত থেকে দু’মাস চলে যাওয়ায়, নির্বাচনের সময়সীমা অতিক্রম করায় নির্বাচন করা হচ্ছেনা। তারি প্রেক্ষিতে উপস্তিত সবার মতামতের বৃত্তিতে ২০২০ সালের কার্যকারী কমিটিকে ২০২১ সনে সংগঠনকে পরিচালনার জন্য পূনরায় দায়িত্ব দেওয়া হয়।