নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী ও কমিটির সহ সাধারণ সম্পাদক ইজাজুল রহমানের উপর সন্ত্রাসী হামলার মামলায় গ্রেফতার ২ পলাতক ৩
- আপডেট সময় : ০৪:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে
আব্দুল কাইয়ুম নবীগঞ্জ প্রতিনিধি
গত ১৮.০৪.২৪ ইং রোজ বৃহস্পতিবার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের পাশে মিয়াশ উদ্দিনের বাড়ির সামনে সকাল ১১:০০টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার ব্যবসায়ী ইজাজুল রহমানের উপর দিন_দুপুরে সন্ত্রাসী হামলা। ইনাতগঞ্জ বাজার রড়, সিমেন্ট ব্যবসায়ী ইজাজুল রহমান ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সাফু আলমের নিকট দীর্ঘ ১৮ মাস যাবত রড়, সিমেন্ট ও টিন সহ ইত্যাদি মালামাল নিয়াছিল।
সেই বাবদ শাফু আলম এর নিকট ১,৫৪,০৬৫/- টাকা পাওনা শাফু আলমকে ইজাজুল রহমান পাওনা টাকাগুলি পরিশোধ করার জন্য তাগিদ দিলে দিবে দিচ্ছি বলিয়া তারিখ করিয়া আসিতেছে। এ ঘটনার বিষয়ে ইনাতগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নোমান হোসাইন, ইনাতগঞ্জ বাজার সভাপতি দেলোয়ার হোসেন দিলবারসহ আরও মুরুব্বিদেরনিকট বিচার প্রার্থী হইলে
শাফু আলম আমার ব্যবসায়িক পাওনা টাকা দিবে বলিয়া তারিখ করিয়া টাকা দেয় নাই।
উক্ত পাওনা টাকার বিষয়সহ অন্যান্য বিষয়াধি নিয়া সাফু আলমের সহিত বিরোধ চলিয়া আসিতেছে। সেই বিরোধের কারনে শাফু আলম তাহার সহযোগীদের নিয়া আমার জানমালের ক্ষতি করার জন্য প্রায় সময় হুমকি দিত আমি দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে
সন্ত্রাসী বাহিনী দেশীও অস্ত্র জিআই পাইপ, রড়, রামদা, চুরি দিয়া ফিল্ম ষ্টাইলে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় জখম করে , জিআই পাইপ, দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম ও রড় দিয়ে হাত,পায়ে লিলা পোলা সহ রক্তাক্ত করে। এক পর্যায়ে ইজাজুল রহমান মাটিতে লুটিয়া পরিলে মাটিতে পরিয়া থাকা অবস্থায় সজিব মিয়া ইজাজুল রহমানের পরনে থাকা প্যান্টের সামনের ডান পকেট হইতে নগদ ১,৫০,০০০/- টাকা চুরি করিয়া নিয়া যায়।
উক্ত অভিযোগ নথিভুক্ত করেন নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী দিক নির্দেশনায় গতকাল ২ মে বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আলমগীর কবিরের নির্দেশে লাভলু মিয়া ও মুস্তাকিম মিয়াকে গ্রেফতার করেন এ সময় মামলার প্রধান আসামি সাফু আলম, আবদু সোবহান, ও সবজি মিয়া পালিয়ে যায়, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আলমগীর কবির সাংবাদিকদের সাক্ষাতকারে বলেছেন বাকী তিন আসামি কে ধরতে আমাদের অভিজান অব্যাহত থাকবে।