প্রবীণ রাজনীতিবিদ ডা. ফয়জুল ইসলামের ইন্তেকালঃ বিভিন্ন মহলের শোক প্রকাশ
- আপডেট সময় : ০২:২৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ ৫৯ বার পড়া হয়েছে
ইউরোপীয় প্রতিনিধি আল-মাহমুদ বাপ্পী, প্যারিস, ফ্রান্স থেকেঃ সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ডা. ফয়জুল ইসলাম গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লন্ডনের নিউহ্যাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডা. ফয়জুল ইসলাম দীর্র্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬বছর। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাউরভাগ গ্রামে।
উল্লেখ্য, ডা. ফয়জুল ইসলাম আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে গেছেন। তিনি ’৭৫ পরবর্তী আওয়ামী লীগের দূর্দিনে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সহজ, সরল, অমায়িক, সদালাপী মানুষ হিসেবে তিনি সকল মহলে প্রশংসিত ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রায় ডা. ফয়জুল ইসলামের ভূমিকা ছিলো সমাদৃত। এছাড়া তিনি তাঁর গ্রাম এলাকায় শিক্ষার প্রসার ও মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।
মরহুমের মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক যুক্ত বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে বলেন, ডা. ফয়জুল ইসলাম তাঁর কর্মের মধ্যেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকাহত পরিবার-পরিজনের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া ডা. ফয়জুল ইসলামের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ, সাধারণ সম্পাদক কামরুল হোসেন এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক জুবের আহমদসহ কমিউনিটির আরো নেতৃবৃন্দ।###