বদর যুদ্ধের চেতনায় দেশের যুবসমাজকে উজ্জীবিত হতে হবে : ডাঃ এ.এ তাওসীফ
- আপডেট সময় : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে
খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডাঃ এ.এ. তাওসীফ বলেন- “যুবকরা হচ্ছে সমাজের মূল চালিকাশক্তি। যুবকরা যতো বেশী দক্ষ, যোগ্য ও চরিত্রবান হবে দেশ ততো উন্নত ও শান্তিপূর্ণ হবে। তাই ঐতিহাসিক বদর যুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ঈমানী শক্তিতে বলিয়ান একটি দুর্বার যুব আন্দোলন গড়ে তুলতে হবে। গঠনমূলক সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দেশের যুব সমাজকে মানব সম্পদে পরিনত করতে হবে।”
০৯ এপ্রিল ‘২৩ (১৭ রমজান) নগরীর বারুতখনাস্থ ফুড প্যালেসে ইসলামী যুব মজলিস সিলেট মহানগরী উদ্যোগে আয়োজিত “ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর আহবায়ক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব আফজাল হোসাইন কামিলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সচিব মাওলানা সোহাইল আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কবি কালাম আজাদ, খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, মহানগরীর সহসাধারণ সম্পাদক অধ্যক্ষ আহমদ সাইফুর রহমান, সিলেট জেলা সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট কবি অধ্যাপক নাজমুল আনসারী, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবির আহমদ, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক রায়হান বিন আজমল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, ইসলামী যুব মজলিস নেতা প্রভাষক আনম ইয়াহইয়া, সৈয়দ আদনান জাবির, মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা সাদিকুর রহমান, একেএম লোকমান, রেজাউল করিম, মাওলানা আব্দুস সামাদ আল আজাদ প্রমূখ।