সংবাদ শিরোনাম ::
বালাগঞ্জ বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলায় কাইয়ুম চৌধুরীর নিন্দা ও প্রতিবাদ
প্রতিনিধির নামঃ
- আপডেট সময় : ০৬:৫০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ ৭৪ বার পড়া হয়েছে
সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতা কর্মীদের উপর ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা বানোয়াট মামলার ১৭ জন আসামীকে গতকাল ১৩ সেপ্টেম্বর রোববার অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট । সিলেটের বালাগঞ্জ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলায় সিলেট-৩ আসনের গণমানুষের নেতা কাইয়ূম চৌধুরীর প্রত্যক্ষ সহযোগিতায় ১৭ জন নেতাকর্মী মহামান্য হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী এক বিবৃতিতে মানুষের বাক স্বাধীনতা খর্ব করার কালো আইনে বালাগঞ্জের বিএনপি নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ সকল মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বিএনপির নেতা কর্মীদের মনোবল নষ্ট করা যাবে না। সময়মত দেশবাসীকে সাথে নিয়ে বিএনপির নেতা কর্মীরা এ সকল মামলা হামলার উপযুক্ত জবাব দিবে। কাইয়ুম চৌধুরী আরো বলেন, হামলা-মামলা ও নির্যাতনের সময় বিএনপি’র নেতাকর্মীদের পাশে অতীতেও ছিলাম আগামীতেও জিয়া সৈনিকদের পাশে থাকবো ইনশাআল্লাহ। উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর বালাগঞ্জ আওয়মীলীগের নেতা শাইস্তা মিয়ার দায়েরকৃত মামলায় বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ২৩ জন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীকে অভিযুক্ত করা হয়। অভিযোগকারী তার মামলায় উল্লেখ করেন অভিযুক্তরা ফেইসবুকে লিখনীর মাধ্যমে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করছেন