বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা আ’লীগের শান্তি সমাবেশ
- আপডেট সময় : ০৫:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
বিএনপি, জামায়াতের সন্ত্রাস- নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার সকাল ৭টা থেকে দিনব্যাপী সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে হরতাল ও অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়। সকাল ১০টায় চন্ডিপুল আব্দুস সামাদ চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রাজ্জাক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ ও যুগ্ম সম্পাদক বদরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বশির আলী, যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক নেছার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক
সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইসমাইল আলী বাচ্চু, সাংস্কৃতিক সম্পাদক অরুন দেবনাথ সাগর, সহ-দপ্তর সম্পাদক ছদরুর ইসলাম, মহানগর মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান তালুকদার, নজরুল ইসলাম, কালাম হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, তেতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী,সাধারণ সম্পাদক আবুল হোসেন,মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুমিন হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক, নাজিম উদ্দিন রাসেল, মুজিবুর রহমান, জেলা তাঁতি লীগের সভাপতি শাহ ওলিদুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, যুবলীগ নেতাবেলায়েত হোসেন, মনসুর আহমদ চৌধুরী, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা আহসান হাবীব জাবেদ, আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম লাবলু, জয়নাল আবেদীন ইমন, নিজাম আহমদ, তাঁতি লীগ নেতা রিয়াজুল ইসলাম প্রমুখ।
পরে সমাবেশ শেষে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দুপুর ১২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে হুমায়ুন রশীদ চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশ মিছিল সহকারে যোগ দেন।
আরো পড়ুন: জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসা যায় না: সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী