বিএমএসএস এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
যশোরে আকিজ গ্রুপের আকিজ সিটি দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত সাংবাদিকবৃন্দের উপস্থিতিতিতে সত্যিকারের এক মিলনমেলার সৃষ্টি হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব খন্দকার আছিফুর রহমান।
সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রোটারিয়ান গোলাম রব্বীনীর নেতৃত্বে ১৩ সদস্যর প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহন করে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির ত্রান ও সমাজকল্যান সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ, সহকারী সম্পাদক মোঃ নুরুল আমিন খান, সহকারী সম্পাদক,উপ প্রচার সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, সদস্য মিতালি রানি দাস, নিকলেস তালুকদারসহ প্রমুখ। আলোচনা সভা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
