ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন ::
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুনঃ ০১৫৭২-৬৩১৭৪৫
বিজ্ঞপ্তিঃ ::
আমাদের পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ sylhetertimes24@gmail.com

ভারতের তরুণ ব্যাটসম্যানের মধ্যে শচিন-লারার সংমিশ্রণ!…স্পিনার ব্র্যাড হগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০ ২০৮ বার পড়া হয়েছে

ভারতের তরুণ ব্যাটসম্যানের মধ্যে শচিন-লারার সংমিশ্রণ

সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক  :: অনেকেই তার মধ্যে শচিন টেন্ডুলকারের ছায়া খুঁজে পান। তবে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ আরও এক ধাপ এগিয়ে গেলেন। ভারতের লিটল মাস্টার শচিনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারাকেও যোগ করে দিলেন তিনি।

কাকে নিয়ে এত কথা, এমন প্রশংসা? তিনি ভারতের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক পৃথ্বি শ। হগের মতে, পৃথ্বির মধ্যে যেমন শচিন আছেন, তেমন আছেন লারা। দুজনের সংমিশ্রণ বলা যায় তাকে।

আইপিএল শুরু হতে আর মাত্র তিন সপ্তাহের মতো বাকি। দলগুলো নিয়ে তাই নানান আলোচনা শুরু হয়ে গেছে। দিল্লি ক্যাপিটেলস নিয়ে বলতে গিয়েই পৃথ্বি শ’কে প্রশংসায় ভাসান হগ।

এক ইউটিউব চ্যানেলে হগ বলেন, ‘দিল্লি ক্যাপিটেলসকে খুব সমীহ জাগানিয়া দল মনে হচ্ছে। তরুণের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে দলটির। টপ অর্ডারে তাদের (শিখর) ধাওয়ানের মতো ব্যাটসম্যান, সঙ্গে আছে পৃথ্বি শ, (রিশাভ) পান্ত আর (শ্রেয়াস) আয়ার। তারা অনেক রান করবে।’

এই ব্যাটসম্যানদের মধ্যে আলাদা করে একজনের দিকে নজর হগের। ২০১৯ সালে ১৬ ম্যাচ খেলে যিনি দুটি হাফসেঞ্চুরিসহ করেছেন ৩৫৩ রান। পৃথ্বিকে নিয়ে হগ বলেন, ‘দিল্লি ক্যাপিটেলসের কাউকে যদি আলাদা করতে হয়, তবে আমি বলব পৃথ্বি শয়ের কথা। আমার মনে হয় এখন তার রান করার এবং বিশ্বকে দেখিয়ে দেয়ার সময়। কারণ সে দারুণ এক প্রতিভা। আমি তাকে বলব, কিছুটা ব্রায়ান লারা এবং শচিন টেন্ডুলকারের সংমিশ্রণ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের তরুণ ব্যাটসম্যানের মধ্যে শচিন-লারার সংমিশ্রণ!…স্পিনার ব্র্যাড হগ

আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০

স্পোর্টস ডেস্ক  :: অনেকেই তার মধ্যে শচিন টেন্ডুলকারের ছায়া খুঁজে পান। তবে অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ আরও এক ধাপ এগিয়ে গেলেন। ভারতের লিটল মাস্টার শচিনের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারাকেও যোগ করে দিলেন তিনি।

কাকে নিয়ে এত কথা, এমন প্রশংসা? তিনি ভারতের যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক পৃথ্বি শ। হগের মতে, পৃথ্বির মধ্যে যেমন শচিন আছেন, তেমন আছেন লারা। দুজনের সংমিশ্রণ বলা যায় তাকে।

আইপিএল শুরু হতে আর মাত্র তিন সপ্তাহের মতো বাকি। দলগুলো নিয়ে তাই নানান আলোচনা শুরু হয়ে গেছে। দিল্লি ক্যাপিটেলস নিয়ে বলতে গিয়েই পৃথ্বি শ’কে প্রশংসায় ভাসান হগ।

এক ইউটিউব চ্যানেলে হগ বলেন, ‘দিল্লি ক্যাপিটেলসকে খুব সমীহ জাগানিয়া দল মনে হচ্ছে। তরুণের সঙ্গে অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে দলটির। টপ অর্ডারে তাদের (শিখর) ধাওয়ানের মতো ব্যাটসম্যান, সঙ্গে আছে পৃথ্বি শ, (রিশাভ) পান্ত আর (শ্রেয়াস) আয়ার। তারা অনেক রান করবে।’

এই ব্যাটসম্যানদের মধ্যে আলাদা করে একজনের দিকে নজর হগের। ২০১৯ সালে ১৬ ম্যাচ খেলে যিনি দুটি হাফসেঞ্চুরিসহ করেছেন ৩৫৩ রান। পৃথ্বিকে নিয়ে হগ বলেন, ‘দিল্লি ক্যাপিটেলসের কাউকে যদি আলাদা করতে হয়, তবে আমি বলব পৃথ্বি শয়ের কথা। আমার মনে হয় এখন তার রান করার এবং বিশ্বকে দেখিয়ে দেয়ার সময়। কারণ সে দারুণ এক প্রতিভা। আমি তাকে বলব, কিছুটা ব্রায়ান লারা এবং শচিন টেন্ডুলকারের সংমিশ্রণ।’