ভোগান্তিতে হাজারো মানুষ, ইহা যেন রাস্তা নয় কাদামাটির স্তুপ।।।

- আপডেট সময় : ০৬:৪১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৬ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ উপজেলাধীন ইছাকলস ইউনিয়নের একমাত্র প্রবেশদ্বার বাঘজুর ব্রিজ হইতে শিবপুর, দুর্গাপুর, চেঙ্গাখই,পুটামারা রাস্তার বেহাল দশা।
পাকা রাস্তার উপর নতুন করে মাটি ফেলার কারণে সৃষ্টি হয়েছে এই দুর্ভোগের। অল্প বৃষ্টিতেই হাটু সমান কাদা হয়। যার ফলে স্কুল/ মাদ্রাসার শিক্ষার্থী, হাসপাতালগামী রুগী ব্যবসায়ী সহ হাজারো মানুষের জীবন যাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে নিত্যদিনের পথচলা। কলাপাড়া, যুগীরগাঁও, পারকুল, সহ অসংখ্য গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটা। এই ভোগান্তির ফলে জনমনে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ৪নং ইছাকলস ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু জানান, তিনি বারবার সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করেও এর কোনো সুরাহা করতে পারছেন না। সকলের আন্তরিক সহযোগিতায় শীগ্রই একটা ব্যবস্তা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।
স্থানীয়দের এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন এই রাস্তাটির চারপাশে পাকা রাস্তা কিন্তু মাঝখানের এই কাঁচা রাস্তাটুকুর কারনে আমাদের এই ভোগান্তি, তারা দ্রুত এর একটা সুরাহা করার জন্য জোরালো দাবী জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।