ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় মিষ্টি আলুর গাছ কাটাকে কেন্দ্র করে কুপিয়ে জখম নওগাঁয় শিক্ষার্থীদের দিয়ে এইচপিভি টিকাদান কার্যক্রম উদ্বোধন নওগাঁয় পাগলা শিয়ালের আক্রমন ও কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত কাজ না করে সরকারি টাকা লোপাট” এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে পথ সভা মান্দায় মণ্ডপে মণ্ডপে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডা, ইকরামুল বারী টিপু নওগাঁ মান্দা একরুখী হাইস্কুলের প্রধান শিক্ষকের অনিয়ম দেখার মত মনে হয় কেহ নাই ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এনায়েতপুরে বিক্ষোভ মিছিল দি সিলেট ইসলামিক সোসাইটিরপঞ্চম শ্রেণি মেধাবৃত্তি প্রদান সম্পন্ন নর্থইস্ট নার্সিং কলেজের শিক্ষার্থীদেরআন্দোলন, কলেজ বন্ধ ঘোষণা জগন্নাথপুরে আফজল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মেসির সঙ্গে কোনো বিরোধ নেই : লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস

প্রতিনিধির নামঃ
  • আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ ৮৮ বার পড়া হয়েছে

মেসির সঙ্গে কোনো বিরোধ নেই : লা লিগা সভাপতি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক  :: মেসি যখন বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন এবং রিলিজ ক্লজ নিয়ে যখন বার্সার সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করেছিলো, তখন কাতালান ক্লাবটির পাশে এসে দাঁড়িয়েছিল স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল, মেসি ফ্রি কোথাও যেতে পারবে না। যেতে হলে তাকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করেই যেতে হবে।

লা লিগার এমন অবস্থানের কারণেই মূলতঃ মেসির পক্ষ থেকে পরিস্থিতি ঘুরে যায়। তিনি শেষ পর্যন্ত চাননি নিজের প্রিয় ক্লাবকে আদালতে তুলতে। কারণ বার্সা এবং লা লিগার অবস্থানের পর মেসি যদি সত্যি সত্যি চলে যেতে চাইতেন, তাহলে বিষয়টা আদালত পর্যন্ত গড়াতো। যদিও আইনজ্ঞরা বলছিলেন, আদালতে গড়ালে জয় মেসিরই হতো।

তবুও মেসি চাননি বার্সাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে। নিজেই তিনি জানিয়েছেন, বার্সেলোনাই হচ্ছে তার স্বপ্ন। এই ক্লাব তাকে আজকের মেসি বানিয়েছে। এই ক্লাব থেকে তিনি অনেক কিছুই পেয়েছেন। শেষ পর্যন্ত মেসি বার্সাতেই আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

সোমবার মেসি বার্সার অনুশীলনেও যোগ দিয়েছেন। তবে, বার্সার সঙ্গে তার বিরোধের সময় লা লিগা যে অবস্থান নিয়েছিল, এখনও সেই অবস্থান ধরে রাখার চেষ্টা করছে স্পেনের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ। লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস নিজেদের সেই অবস্থানের সাফাই গেয়ে আবার বলে দিচ্ছেন, মেসির সঙ্গে লা লিগার কোনো বিরোধ নেই। মেসির বিপক্ষেও তাদের অবস্থান নয়। বরং, অন্য কোনো স্প্যানিশ ফুটবলার হলেও, তাদের অবস্থানও একই হতো।’

স্প্যানিশ পত্রিকা কোরিয়ের ডি লা সেলা’র সঙ্গে সাক্ষাৎকারে হ্যাভিয়ের তেবাস বলেন, ‘আমি মেসির সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাইনি। তার সঙ্গে কোনো বিরোধও নেই। আমি অবশ্যই তাকে সেরা ফুটবলার হিসেবে জানি এবং মানি। গত দুই দশকে তিনি আমাদের ফুটবলকে (স্প্যানিশ লা লিগা) বিশ্বসেরায় পরিণত করেছেন। তাহলে কিভাবে আপনি এমন একজনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়বেন?’

পরক্ষণেই তেবাস বলেন, ‘তবে আমরা সবাই চাই, যে চুক্তি হয়েছিল, সেটাকে সম্মান জানানোর। যদিও মেসির এই বিষয়টা মিডিয়ায় অনেক বেশি আলোচনা হয়েছে, মাতামাতি হয়েছে। তবে, আমি শুধু মেসি নয়, এই পরিস্থিতিতে যে কোনো খেলোয়াড়ের বিপক্ষেই অবস্থান নিতাম। একটা লিগ হিসেবে, আমাদের সবারই উচিৎ চুক্তিকে সম্মান জানানো। সেখানে আপনার নাম মেসি হোক কিংবা পেপিটো পেরেজ- যাই হোক।’

লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস ব্যাখ্যা দিয়ে বলেন, ‘চুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার। একটি অংশ তো মূল বিষয় থেকেই সরে দাঁড়িয়েছিল এবং এরপর ভুল করেছে। তবে শেষ পর্যন্ত আমাদের সবার জন্য সুখের বিষয়টা হলো, মেসি আইনি যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের সারাজীবনের ক্লাব বার্সেলোনায় ছেড়ে যাবেন না বলেছেন।’

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসির সঙ্গে কোনো বিরোধ নেই : লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস

আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক  :: মেসি যখন বার্সেলোনা ছেড়ে যেতে চেয়েছিলেন এবং রিলিজ ক্লজ নিয়ে যখন বার্সার সঙ্গে তার বিরোধ চরম আকার ধারণ করেছিলো, তখন কাতালান ক্লাবটির পাশে এসে দাঁড়িয়েছিল স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল, মেসি ফ্রি কোথাও যেতে পারবে না। যেতে হলে তাকে ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করেই যেতে হবে।

লা লিগার এমন অবস্থানের কারণেই মূলতঃ মেসির পক্ষ থেকে পরিস্থিতি ঘুরে যায়। তিনি শেষ পর্যন্ত চাননি নিজের প্রিয় ক্লাবকে আদালতে তুলতে। কারণ বার্সা এবং লা লিগার অবস্থানের পর মেসি যদি সত্যি সত্যি চলে যেতে চাইতেন, তাহলে বিষয়টা আদালত পর্যন্ত গড়াতো। যদিও আইনজ্ঞরা বলছিলেন, আদালতে গড়ালে জয় মেসিরই হতো।

তবুও মেসি চাননি বার্সাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে। নিজেই তিনি জানিয়েছেন, বার্সেলোনাই হচ্ছে তার স্বপ্ন। এই ক্লাব তাকে আজকের মেসি বানিয়েছে। এই ক্লাব থেকে তিনি অনেক কিছুই পেয়েছেন। শেষ পর্যন্ত মেসি বার্সাতেই আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

সোমবার মেসি বার্সার অনুশীলনেও যোগ দিয়েছেন। তবে, বার্সার সঙ্গে তার বিরোধের সময় লা লিগা যে অবস্থান নিয়েছিল, এখনও সেই অবস্থান ধরে রাখার চেষ্টা করছে স্পেনের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ। লা লিগার সভাপতি হ্যাভিয়ের তেবাস নিজেদের সেই অবস্থানের সাফাই গেয়ে আবার বলে দিচ্ছেন, মেসির সঙ্গে লা লিগার কোনো বিরোধ নেই। মেসির বিপক্ষেও তাদের অবস্থান নয়। বরং, অন্য কোনো স্প্যানিশ ফুটবলার হলেও, তাদের অবস্থানও একই হতো।’

স্প্যানিশ পত্রিকা কোরিয়ের ডি লা সেলা’র সঙ্গে সাক্ষাৎকারে হ্যাভিয়ের তেবাস বলেন, ‘আমি মেসির সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাইনি। তার সঙ্গে কোনো বিরোধও নেই। আমি অবশ্যই তাকে সেরা ফুটবলার হিসেবে জানি এবং মানি। গত দুই দশকে তিনি আমাদের ফুটবলকে (স্প্যানিশ লা লিগা) বিশ্বসেরায় পরিণত করেছেন। তাহলে কিভাবে আপনি এমন একজনের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়বেন?’

পরক্ষণেই তেবাস বলেন, ‘তবে আমরা সবাই চাই, যে চুক্তি হয়েছিল, সেটাকে সম্মান জানানোর। যদিও মেসির এই বিষয়টা মিডিয়ায় অনেক বেশি আলোচনা হয়েছে, মাতামাতি হয়েছে। তবে, আমি শুধু মেসি নয়, এই পরিস্থিতিতে যে কোনো খেলোয়াড়ের বিপক্ষেই অবস্থান নিতাম। একটা লিগ হিসেবে, আমাদের সবারই উচিৎ চুক্তিকে সম্মান জানানো। সেখানে আপনার নাম মেসি হোক কিংবা পেপিটো পেরেজ- যাই হোক।’

লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস ব্যাখ্যা দিয়ে বলেন, ‘চুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার। একটি অংশ তো মূল বিষয় থেকেই সরে দাঁড়িয়েছিল এবং এরপর ভুল করেছে। তবে শেষ পর্যন্ত আমাদের সবার জন্য সুখের বিষয়টা হলো, মেসি আইনি যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের সারাজীবনের ক্লাব বার্সেলোনায় ছেড়ে যাবেন না বলেছেন।’