রিকশা শ্রমিক ইউনিয়ন সুবিদবাজার শাখার ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৫:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৬৬৯ এর অন্তর্ভুক্ত সুবিদবাজার শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ৫ মার্চ বুধবার বিকালে নগরীর সুবিদ বাজারে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফির পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
রিক্সা শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সায়েদ আহমদের পরিচালনা ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান, শাহ আলম, শামীম আহমদ, দেলোয়ার হোসেন, শাহীন আহমদ, আলতাফ হোসেন প্রমুখ সহ স্থানীয় রিক্সা শ্রমিকগণ।
প্রধান অতিথির আবু বকর বলেন, রমজান মাস নেয়ামতের মাস, তাকওয়ার অর্জনের মাস। এ মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। শ্রমিকদেরকে আল্লাহপাক বন্ধু বলেছেন। তাই আল্লাহর বন্ধু হতে হলে নামাজ-আমল ভালো করতে হবে। তিনি রিকশা শ্রমিকদের নায়্য দাবি ও অধিকার আদায়ে তৃণমূল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দুনিয়ার লাভের পাশাপাশি আখেরাতে কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি