ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন ::
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুনঃ ০১৫৭২-৬৩১৭৪৫
বিজ্ঞপ্তিঃ ::
আমাদের পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ sylhetertimes24@gmail.com

লিওনেল‘মেসিকে কিনতে কেউ ৭ হাজার কোটি টাকা খরচ করবে না’

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসি মনে করছেন, চুক্তিতে থাকা শর্ত মোতাবেক তিনি ক্লাব ছাড়তে পারবেন ফ্রি ট্রান্সফারে। কিন্তু তা মানতে রাজি নয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাদের মতে, মেসিকে অন্য কোনো ক্লাব নিতে চাইলে, দিতে হবে বাই আউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো বা ৭ হাজার কোটি টাকা।

বার্সেলোনার সঙ্গে মেসির সবশেষ চুক্তি মোতাবেক, তিনি চাইলে প্রতি মৌসুমের শেষে ফ্রি’তেই অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারবেন। তবে সে বিষয়ে জানাতে হবে জুনের ১০ তারিখের মধ্যে। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে দীর্ঘায়িত হয়েছে মৌসুম, যার সমাপ্তি হয়েছে আগস্টের শেষ সপ্তাহে এসে। যার ফলে মেসি মৌসুমের শেষেই জানিয়েছেন ক্লাব ছাড়ার কথা। কিন্তু এটি মানতে রাজি হচ্ছে না বার্সেলোনা। তাদের মতে, ১০ জুনের মধ্যে জানালেই কেবল ফ্রি’তে যেতে পারতেন মেসি। এখন কোনো ক্লাব তাকে নিতে চাইলে পুরো ৭ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

আর যদি তাই হয়, তাহলে মেসিকে কেনার জন্য কেউই ৭ হাজার কোটি টাকা খরচ করতে রাজি হবে না বলে মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ক্যালদেরন। তার মতে, শেষতক ঠিকই সমঝোতায় পৌঁছে যাবে বার্সেলোনা ও মেসি। প্রায় ২০ বছরের সম্পর্কের এমন পরিণতি হবে না বলেই ধারণা র‍্যামনের।

স্প্যানিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে র‍্যামন বলেছেন, ‘আমি নিশ্চিত মেসি এবং বার্সেলোনা একটি সমঝোতামূলক সিদ্ধান্তে পৌঁছে যাবে। তারা একসঙ্গে ২০ বছর কাটিয়েছে। মেসি বার্সেলোনার জন্য নিজের সেরাটা দিয়েছে, আবার বার্সেলোনাও তাদের সবটুকু দিয়েছে মেসিকে। তারা একসঙ্গে অনেক শিরোপা জিতেছে, মেসি নিজেও ছয়টি ব্যালন ডি অর জিতেছে।’তিনি আরও যোগ করেন, ‘আমি যতদূর বুঝতে পারছি, তারা কোনো আইনী ঝামেলায় যাবে না এবং নিজেদের মধ্যে সমাধান করে নেবে। অন্তত আমি হলে এমনটাই করতাম। আমার বিশ্বাস আছে বার্তেম্যুও (বার্সা প্রেসিডেন্ট) ঠিক এমনটাই করবে। সে শান্ত ব্যক্তিত্ব। নিশ্চিতভাবেই সেরা সমাধান খোঁজার চেষ্টা করবে।’

এসময় মেসিকে যেকোনো ক্লাবের জন্য অমূল্য হিসেবে আখ্যায়িত করেছেন র‍্যামন। তবু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার জন্য কেউ ৭০০ মিলিয়ন ইউরো খরচ করবে না বলেই মন্তব্য সাবেক রিয়াল প্রেসিডেন্টের। যদিও তার বিশ্বাস এখনও তিন-চার বছর নিজের সেরা ছন্দে খেলতে পারবেন মেসি।র‍্যামনের ভাষ্য, ‘মেসিকে দলে নিতে পারবে, এমন ক্লাবের প্রেসিডেন্ট হতে পারলে আমিও আনন্দিত হতাম। তার বয়স এখন ৩৩, তবে এখনও ৩-৪ বছর নিজের সেরা সময় রয়ে গেছে তার সামনে। তবে ট্রান্সফার ফির বিষয়টা ঠিক করতে হবে। আমি নিশ্চিৎ কোনো ক্লাবই তার জন্য ৭০০ মিলিয়ন খরচ করবে না, অন্তত এখন তো নয়ই।’

‘আমি এটাও জানি যে, মেসি চেষ্টা করবে বার্সেলোনাকে যেকোনো ফি দিতে। কিন্তু সেটা কত মিলিয়ন? তা সত্যিই জানি না আমি। যে ক্লাবই তাকে দলে নেবে তারা খুবই ভাগ্যবান হবে। কিন্তু এজন্য অনেক বেশি বেতনও দিতে হবে, যদিও এটা তার প্রাপ্যই বটে। দলের জন্য সে অমূল্য একজন খেলোয়াড়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিওনেল‘মেসিকে কিনতে কেউ ৭ হাজার কোটি টাকা খরচ করবে না’

আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০

লিওনেল মেসি মনে করছেন, চুক্তিতে থাকা শর্ত মোতাবেক তিনি ক্লাব ছাড়তে পারবেন ফ্রি ট্রান্সফারে। কিন্তু তা মানতে রাজি নয় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাদের মতে, মেসিকে অন্য কোনো ক্লাব নিতে চাইলে, দিতে হবে বাই আউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো বা ৭ হাজার কোটি টাকা।

বার্সেলোনার সঙ্গে মেসির সবশেষ চুক্তি মোতাবেক, তিনি চাইলে প্রতি মৌসুমের শেষে ফ্রি’তেই অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারবেন। তবে সে বিষয়ে জানাতে হবে জুনের ১০ তারিখের মধ্যে। কিন্তু এবার করোনাভাইরাসের কারণে দীর্ঘায়িত হয়েছে মৌসুম, যার সমাপ্তি হয়েছে আগস্টের শেষ সপ্তাহে এসে। যার ফলে মেসি মৌসুমের শেষেই জানিয়েছেন ক্লাব ছাড়ার কথা। কিন্তু এটি মানতে রাজি হচ্ছে না বার্সেলোনা। তাদের মতে, ১০ জুনের মধ্যে জানালেই কেবল ফ্রি’তে যেতে পারতেন মেসি। এখন কোনো ক্লাব তাকে নিতে চাইলে পুরো ৭ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে।

আর যদি তাই হয়, তাহলে মেসিকে কেনার জন্য কেউই ৭ হাজার কোটি টাকা খরচ করতে রাজি হবে না বলে মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ক্যালদেরন। তার মতে, শেষতক ঠিকই সমঝোতায় পৌঁছে যাবে বার্সেলোনা ও মেসি। প্রায় ২০ বছরের সম্পর্কের এমন পরিণতি হবে না বলেই ধারণা র‍্যামনের।

স্প্যানিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে র‍্যামন বলেছেন, ‘আমি নিশ্চিত মেসি এবং বার্সেলোনা একটি সমঝোতামূলক সিদ্ধান্তে পৌঁছে যাবে। তারা একসঙ্গে ২০ বছর কাটিয়েছে। মেসি বার্সেলোনার জন্য নিজের সেরাটা দিয়েছে, আবার বার্সেলোনাও তাদের সবটুকু দিয়েছে মেসিকে। তারা একসঙ্গে অনেক শিরোপা জিতেছে, মেসি নিজেও ছয়টি ব্যালন ডি অর জিতেছে।’তিনি আরও যোগ করেন, ‘আমি যতদূর বুঝতে পারছি, তারা কোনো আইনী ঝামেলায় যাবে না এবং নিজেদের মধ্যে সমাধান করে নেবে। অন্তত আমি হলে এমনটাই করতাম। আমার বিশ্বাস আছে বার্তেম্যুও (বার্সা প্রেসিডেন্ট) ঠিক এমনটাই করবে। সে শান্ত ব্যক্তিত্ব। নিশ্চিতভাবেই সেরা সমাধান খোঁজার চেষ্টা করবে।’

এসময় মেসিকে যেকোনো ক্লাবের জন্য অমূল্য হিসেবে আখ্যায়িত করেছেন র‍্যামন। তবু ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার জন্য কেউ ৭০০ মিলিয়ন ইউরো খরচ করবে না বলেই মন্তব্য সাবেক রিয়াল প্রেসিডেন্টের। যদিও তার বিশ্বাস এখনও তিন-চার বছর নিজের সেরা ছন্দে খেলতে পারবেন মেসি।র‍্যামনের ভাষ্য, ‘মেসিকে দলে নিতে পারবে, এমন ক্লাবের প্রেসিডেন্ট হতে পারলে আমিও আনন্দিত হতাম। তার বয়স এখন ৩৩, তবে এখনও ৩-৪ বছর নিজের সেরা সময় রয়ে গেছে তার সামনে। তবে ট্রান্সফার ফির বিষয়টা ঠিক করতে হবে। আমি নিশ্চিৎ কোনো ক্লাবই তার জন্য ৭০০ মিলিয়ন খরচ করবে না, অন্তত এখন তো নয়ই।’

‘আমি এটাও জানি যে, মেসি চেষ্টা করবে বার্সেলোনাকে যেকোনো ফি দিতে। কিন্তু সেটা কত মিলিয়ন? তা সত্যিই জানি না আমি। যে ক্লাবই তাকে দলে নেবে তারা খুবই ভাগ্যবান হবে। কিন্তু এজন্য অনেক বেশি বেতনও দিতে হবে, যদিও এটা তার প্রাপ্যই বটে। দলের জন্য সে অমূল্য একজন খেলোয়াড়।’