ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন ::
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুনঃ ০১৫৭২-৬৩১৭৪৫
বিজ্ঞপ্তিঃ ::
আমাদের পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ sylhetertimes24@gmail.com

লিট্ল স্টার মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মো: মাহমুদুর রহমান
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লিট্ল স্টার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৮ই ডিসেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক এম.এ. আউয়াল ও হোসাইন আহমদ ইমামের যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন নুরজাহান মোমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদার।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদানের এই আয়োজন শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা যোগাবে। শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য পড়াশুনার পাশাপাশি শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সৎ, দক্ষ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৩নং তেতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মো: অলিউর রহমান, ৩নং তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মইনুল ইসলাম, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা কামাল।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব ফারুক আহমদ, কোষাধক্ষ্য জনাব সমুজ মিয়া, সদস্য জনাব আজাদ হোসেন, জনাব ছয়ফুল ইসলাম, জনাব আবুল খায়ের সুমন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন স্কুল থেকে আগত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, এবছরে লিট্ল স্টার মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ সুরমা উপজেলার ১৫টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ১২ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৩ জন, সাধারণ গ্রেডে ৩ জন এবং বিশেষ গ্রেডে ৬ জন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সনদপত্র, ক্রেস্ট এবং শিক্ষাসামগ্রী তুলে দেন।

লিট্ল স্টার মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:

Result list copy

সমাপনি বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব শাহাব উদ্দিন বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তারাই দেশ ও জাতির সম্পদ। ভবিষ্যতে তারা তাদের এই সাফল্য যেন ধরে রাখে সেজন্য অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিট্ল স্টার মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লিট্ল স্টার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (১৮ই ডিসেম্বর) প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে সহকারী শিক্ষক এম.এ. আউয়াল ও হোসাইন আহমদ ইমামের যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব শাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন নুরজাহান মোমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদার।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদানের এই আয়োজন শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা যোগাবে। শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এজন্য পড়াশুনার পাশাপাশি শিক্ষামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সৎ, দক্ষ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৩নং তেতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মো: অলিউর রহমান, ৩নং তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মইনুল ইসলাম, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোস্তফা কামাল।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব ফারুক আহমদ, কোষাধক্ষ্য জনাব সমুজ মিয়া, সদস্য জনাব আজাদ হোসেন, জনাব ছয়ফুল ইসলাম, জনাব আবুল খায়ের সুমন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন স্কুল থেকে আগত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, এবছরে লিট্ল স্টার মেধাবৃত্তি পরীক্ষায় দক্ষিণ সুরমা উপজেলার ১৫টি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে ১২ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৩ জন, সাধারণ গ্রেডে ৩ জন এবং বিশেষ গ্রেডে ৬ জন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সনদপত্র, ক্রেস্ট এবং শিক্ষাসামগ্রী তুলে দেন।

লিট্ল স্টার মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা:

Result list copy

সমাপনি বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব আলহাজ্ব শাহাব উদ্দিন বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তারাই দেশ ও জাতির সম্পদ। ভবিষ্যতে তারা তাদের এই সাফল্য যেন ধরে রাখে সেজন্য অভিভাবকদেরকে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখার আহবান জানান।