শিক্ষার পাশাপাশি খেলাধূলা চর্চা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায় : মেয়র আরিফ
- আপডেট সময় : ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ক্রীড়া প্রতিযোগীতা শিক্ষার একটি অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধূলা চর্চা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায়। তাই এ ব্যাপারে অবিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।
আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে । তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি । ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।
তিনি (২৬ ফেব্রুয়ারি) রোববার সকাল ১১টায় দক্ষিণ সুরমাস্থ পাঠানপাড়া জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো।
সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো: আজম খান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক আহমদ শমসের সিরাজ সুহেল এবং শারমীন জাহান এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি এইডেড হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস.এ মান্নান, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও সিসিকেরপ প্যানেল মেয়র-০১ মোহাম্মদ তৌফিক বকস লিপন, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-০২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জহির-তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল বাছিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তমাল কান্তি দেব, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: ছয়েফ খান, মির্জা দুলাল আহমদ, আহমদ আফজল সিরাজ পাবেল, মো: শওকত আলী, নমীতা রানী ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক বিধান রঞ্জন ধর, মো: আব্দুল কাইয়ুম, শিপ্রা রানী রায়, ডালিয়া শাহানা, দীপ্তা দে, স্বপ্না রানী পাল, কামরুন নাহার শাপলা, কনিকা দেব, প্রশান্ত কুমার পাল, দীপংকর রায়, মো: মাছুম আহমদ, শারমীন জাহান, খালেদা আক্তার, মোশাররফ হোসেন, সৈয়দ মাছুম আহমদ, বুশরা খানম। আরো উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম, আল আমিন খান ইরন, মো: মাহমুদুল হক, মনজুর আলম খান, মো: খলিল খান প্রমূখ।