শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-০৫ জন।

- আপডেট সময় : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২ বার পড়া হয়েছে
অদ্য ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানার এসআই/বাবলু কুমার পাল, এসআই/মহিবুর রহমান এএসআই/ মিজানুর রহমান, এএসআই/নাজমুল হোসেন, এএসআই/মোঃ শরাফত আলী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর ৮৬/২২(শ্রীঃ) এর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১। সুরঞ্জিত শীল, পিতা-সুখীচরন শীল, সাং-পশ্চিম শ্রীমঙ্গল, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, জিআর ২০৩/২০(শ্রীঃ) এর সাজা পরোয়ানাভুক্ত আসামী ২। রাজকুমার রিকাশন, পিতা-মতৃ জিতু রিকাশন, সাং-ভূরভূরিয়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, সিআর ৩১৬/২৪(শ্রীঃ) এর পলাতক আসামী ৩। উমর আলী, পিতা-মৃত আকবর মিয়া, সাং-ইসলামপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, পারিঃ জারী ০৭/২০২৩ (শ্রীঃ) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৪। মোঃ রেনু মিয়া ওরফে রেনু মিয়া, পিতা-মোঃমন্তাজ মিয়া, সাং-চিড়িয়াখানা রোড, রূপসপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এবং জিআর ২৫/২৫ (শ্রীঃ) এর পলাতক আসামী ৫। আলী মিয়া (৩৫), পিতা-মৃত মোঃ আলী আহমদ, সাং-খাঁসগাঁও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।