সিলেটে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আরো তিন আসামি দায় স্বীকার
- আপডেট সময় : ০৮:১৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০ ৬৯ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় আরো তিন আসামি দায় স্বীকার করেছে। আসামিরা হলো- রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনি। গতকাল ৫ দিনের রিমান্ড শেষে দুপুরের দিকে তাদেরকে আদালতে নিয়ে আসে শাহপরান থানা পুলিশ। এ সময় ১৬৪ ধারায় তাদের তিনজনই ধর্ষণের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর আগে গতকাল একই আদালতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সাইফুর রহমান ও অর্জুন লস্কর। আর রবিউল জবানবন্দি দেয় মুখ্য মহানগর হাকিম (দ্বিতীয়) সাইফুর রহমানের আদালতে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল আসামি রাজন সিএমএম-১ এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুল ইসলামের আদালতে এবং বাকি দুই আসামি রনি ও আইনুদ্দিন সিএমএম কোর্ট- দুই ও তিনে বিচারক সাইফুর রহমান এবং শারমিন খানম নিলার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে, রিমান্ডে থাকা তারেকসহ দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার সাইফুরসহ ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
গত ২৫শে সেপ্টেম্বর স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন গৃহবধূ।