সিলেট নগরীর টিলাগড়ের মদনীবাগে সন্ত্রাসীদের ভয়ে গৃহবন্দী প্রবাসীর পরিবার
- আপডেট সময় : ০৪:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
সিলেট নগরীর টিলাগড়ের এম সি কলেজ রোড মদনীবাগের ৮৬নং বাসায় সন্ত্রাসী হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
উক্ত বাসাটির সত্ত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী ও একাত্তরের মুক্তিযুদ্ধের সংগঠক খালিকুর রশীদ চৌধুরী। তিনি যুক্তরাজ্যে অবস্থান করায় বাসাটি দেখাশোনা করেন তার স্ত্রীসহ স্বজনরা।
গত ২৫ মার্চ রাত ১০টার সময় টিলাগড়ের গোপালটিলা সাকিনের প্রায় ৪০/৫০ জন উচ্ছৃঙ্খল যুবক সশস্ত্র অবস্থায় হঠাৎ করে ওই প্রবাসীর বাসার গেইটের সম্মুখে এসে জোরপূর্বক বাসার ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। বাসার লোকজন প্রবেশে তাদেরকে বাঁধা দেয়। এ সময় উচ্ছৃঙ্খল যুবকরা প্রবাসীর বাসার দুই ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করলে অনেক অনুরোধের পর তাদেরকে ছেড়ে দেয়।
ঘটনার দিন রাত ১০টার পর ঘটনাকারীরা প্রবাসীর বাসার গেইট বরাবর দু’টি টঙ্গ দোকান নির্মাণ করে প্রবাসীর বাসার লোকজনকে বাসায় যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে।
গত এক সপ্তাহ ধরে প্রবাসীর বাসার লোকজন গৃহবন্দী অবস্থায় আছেন। সন্ত্রাসীদের কারণে তারা বাসা থেকে বের হতে পারছেন না। ঘটনাটি লিখিতভাবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক সহ অন্যান্য প্রশাসনকে জানানো হয়েছে।