সিলেট নগরীর বালুচরে ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ
- আপডেট সময় : ০৫:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
সিলেট নগরীর ৩৬নং ওয়ার্ডের বালুচর এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী, আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (৩ এপ্রিল) ৩৬নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে এই ইফতার বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, মানুষের মধ্যে ইফতার বিতরণ করাটাও এক ধরনের মানবতা। ছিন্নমূল মানুষকে ইফতার করিয়ে নিজেদের ইফতার করার মধ্যে এক আত্মতৃপ্তি থাকে।
তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে অসহায় ও দরিদ্রদের পাশে দারাবার জন্য নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন। তিনি ছাত্রলীগের মতো অন্যান্য সামাজিক সংগঠন এবং দলীয় নেতাকর্মীকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আকিকুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিঠু তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ, মহানগর ছাত্রলীগ নেতা সায়মন ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ সাদেক, সৈয়দ তুহিন আহমদ, সৈয়দ সাহাব, সৈয়দ রুবেল, মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ তামিম আহমদ, সৈয়দ মিজান প্রমুখ।