সুরমা নদীর ভাঙ্গন রোধে পররাষ্ট্রমন্ত্রীর কাছে যোগিরগাঁও ও লালারগাঁও গ্রামবাসীর স্মারকলিপি
- আপডেট সময় : ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে
স্মারকলিপিতে বলা হয়েছে যোগিরগাঁও গ্রামে প্রায় ৪৫০ মিটার নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে প্রায় ৩০ বছর থেকে। এতে এক এক করে ১০০ টি পরিবারের ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়, জা এখন কেউ রাস্তায় কেউ কারো বাড়িতে আশ্রয় নিয়ে নিঃস্ব হয়ে বসবাস করছেন। সর্বশেষ গত বন্যার পরও আবারও সুরমা নদীর পানি কমতে শুরু করলে যোগী গাঁও গ্রামে দেখা দেয় ভয়াবহ নদী ভাঙ্গন চোখের সামনেই আবারো ৪ টি বাড়ী ঘর নদীতে চলে যায়,চোখের সমনে, পরিবারগুলো ও এখন নিঃস্ব ।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি মোগলগাঁও ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে যাতায়াতকালে ৬নং ওয়ার্ডের যোগিরগাঁওবাসীর মানববন্ধন দেখে গাড়ী থামিয়ে তাদের অভিযোগ শোনেন। তখন গ্রামবাসী মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি নদী ভাঙ্গনের বাকী অংশটিতেও দ্রুত কাজের আশ্বাস দেন।
এদিকে ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানের ফাঁকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লালারগাঁও এবং চানপুর গ্রামবাসীও অনুরূপ দাবী তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। লালারগাঁও গ্রামবাসী বলেন, তাদের গ্রামে ৩৫০ মিটার নদী ভাঙ্গন কাজ হয়েছে ১৫০ মিটারের বাকী গুলোর কাজ না হলে এই ১৫০ মিটারের করে কোন লাভ হবেনা। ২০/২৫ টি পরিবার অত্যান্ত ঝুকির মধ্যে রয়েছে। যে কোন মুহূর্তে নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে। চানপুর গ্রামও নদী ভাঙ্গনের ফলে ঝুকির মধ্যে রয়েছে। তাদেরও দাবী ভাঙ্গন প্রতিরোধে জরুরী প্রদক্ষেপ নেওয়ার।
উল্লেখ্য, সকলের দাবীর প্রেক্ষিতে মোগলগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নদী ভাঙ্গন রোধে তিনি প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেবেন