হামলার শিকার হলেন আবুল হোসেন শরীফ
- আপডেট সময় : ০৬:৫৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
মানবাধিকারকর্মী ও সমাজ সেবক আবুল হোসেন শরীফের উপর ১৬ জুলাই মঙ্গলবার বিকালে অতর্কিত হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, আবুল হোসেন শরীফ মঙ্গলবার বিকাল ৫ টায় সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন শাহজালাল জামেয়া ইসলামিয়া ইয়াতীমখানা দিঘীরপাড়ের দক্ষিণ পাশে ব্যক্তিগত কাজে উপস্থিত ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ধরো, ধরো, শেষ করে দাও, চিল্লাতে চিল্লাতে এগিয়ে আসতে থাকলে আবুল হোসেন শরীফ প্রাণ ভয়ে দৌঁড়ে পালাতে থাকেন। এমন শোরগোলে ও চিৎকার শোনে এলাকাবাসী লোকজন জড়ো হলে মুখোশধারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী আবুল হোসেন শরীফ বলেন, আমি একজন মানবাধিকার ও গণমাধ্যম কর্মী। অনেক সময় ভালো কাজ করতে গিয়ে অনেকের অসুবিধা হয়েছে। গত ১৩ জুলাই আমাকে সেলফোনে স্বপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে আমি জালালাবাদ থানায় জিডি করেছি। আমি আতঙ্কের মধ্যে আছি কিন্তু এরপরও সত্য ও ন্যায়ের পথে থাকতে চাই। গত ১৪ জুলাই কোটা বৈষম্যের বিরুদ্ধে সিলেটের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আবুল হোসেন শরীফ মশাল মিছিলে যোগদান করেন এবং সিটি পয়েন্টের সভায় বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, আমার আশঙ্কা হচ্ছে, ঐ আন্দোলনে যোগ দেওয়া এবং সভায় বক্তৃতা দেওয়ার কারণেও আমাকে টার্গেট করা হয়েছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন। বিজ্ঞপ্তি