কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত দুইটার দিকে যৌথ বাহিনীর একটি দল তৌহিদুলকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন তার ভাই আবুল কালাম আজাদ টিপু। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তৌহিদের মরদেহ খুজেঁ পান বলে জানান তিনি।
নিহত তৌহিদুল ইসলাম সদর উপজেলার পাঁচ নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তিনি ইটাল্লা সরকার বাড়ির মোখলেছুর রহমানের ছেলে।
তৌহিদুলের পরিবার সূত্রে জানা যায়, তৌহিদুলকে ধরে নিয়ে যাওয়ার পরদিন (৩১ জানুয়ারি) দুপুর বারোটার দিকে পুলিশ তাদেরকে ফোন করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে। সেখান থেকে পুলিশ প্রথমে তাকে সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, ‘তৌহিদুলের শরীরে আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত মারধরের কারণে তার মৃত্যু হয়েছে, এটা বলাই যায়। যতদূর জানি তার বিরুদ্ধে কোনো মামলা নেই। পুলিশও কিছু বলছে না। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।’
যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যৌথ বাহিনী আমাদের সকাল এগারোটার দিকে জানায়, গোমতী নদীর পাড় সংলগ্ন ‘গোমতী বিলাসে’ একজন আহত অবস্থায় আছে। পরে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।’