শ্রীমঙ্গলে ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতা সরস্বতী প্রতিমা।
- আপডেট সময় : ০৬:৫৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
সবুজবাগ গোসাই বাড়ি রোডে লালবাগ যুব কিশোর সংঘের ২৫তম আয়োজনে ধান দিয়ে ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা তৈরি করে রীতিমত সাড়া ফেলেছেন উদয় পাল ও গৌর পাল।
একটি একটি করে ধান গেঁথে ২১ ফুট উচ্চতার এ ধানের সরস্বতী প্রতিমাটি তৈরি করতে সময় লেগেছে ৩০ দিন।এতে প্রয়োজন হয়েছে ৫০ কেজি ধান।
ধান দিয়ে তৈরি প্রতিমা দেখতে ভিড় করছেন ভক্ত ও উৎসুক জনতা। তারা বলছেন, ধান দিয়ে তৈরি প্রতিমা আগে কখনও দেখেননি। তাদের দাবি এটিই হয়তো প্রথম ধানের তৈরি প্রতিমা।
প্রতিমা তৈরির কারিগর উদয় পাল ও গৌর পাল জানান, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করেছি। প্রতিমাটি দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং আমাদের প্রশংসা করছেন। মানুষের উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।
লালবাগ যুব কিশোর সংঘের সভাপতি কৌশিক দত্ত জানান, সবাই তো নতুনত্ব চায়। তাই সেই চিন্তা থেকে এ বছর ধান দিয়ে ২১ ফুট উচ্চতার বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা বানিয়েছি। আশা করছি, ধান দিয়ে সরস্বতীর প্রতিমা সবার নজর কাড়বে।
দর্শনার্থীরা সমীরন ধর বলছেন, সোনালি রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেন মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুঁতির মতো। দেখতেও লাগছে অপরূপ।