শুক্রবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
- আপডেট সময় : ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০ ৫৬ বার পড়া হয়েছে
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কুমারগাও গ্রিডের টি-১ ট্রান্সফরমার এর ৩৩ কেভি বাস’এ নতুন ব্রেকার স্থাপন কাজের জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন কিছু এলাকায় আগামীকাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আগামীকাল শুক্রবার (২১ আগষ্ট) সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসব এলাকার মধ্যে রয়েছে- জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, এম সি কলেজ, ঘাসিটুলা, ষ্টেডিয়াম, আই.জি.ডি আন্ডার গ্রাউন্ড, রায়হোসেন, বড় বাজার, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, আম্বরখানা উপকেন্দ্রের ১১ কেভি আই.জি.ডি, জালালাবাদ, সার্কিট হাউজ, খাসদবীর, বিমান বন্দর এক্সপ্রেস, রায়হোসেন, আই.জি.ডি আন্ডার গ্রাউন্ড, দারুসালাম মাদ্রাসা রোড, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশঁবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, লাক্কাতুরা, মালনী চড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমান বন্দর, ছালেপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট ও এর আশপাশ এলাকা