ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৬:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০ ৮৪ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।রোববার নমুনা পরীক্ষায় সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় এই ২৬ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন শনাক্তদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন।তিনি জানান, শনাক্তদের মধ্যে ১৮ জনই সিলেট জেলার। এছাড়া মৌলভীবাজার জেলার ৬ জন ও সুনামগঞ্জ জেলায় ২ জন রয়েছেন।
একইদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৮২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়ে।
এ ল্যাবে শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ১২ ও সিলেট জেলার ২৮ জন রোগী রয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।